
পরকীয়ায় বাধা দেওয়ায় ব্লাকমেইলের শিকার হয়েছেন এক তরুণী। এই ঘটনায় তিনি রাজধানীর একটি থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগ সূত্রে জানা যায়, ভুক্তভোগী তরুণীর বড় বোনের স্বামী (দুলাভাই) দীর্ঘদিন ধরে তার সাথে পরকীয়া সম্পর্ক স্থাপনের চেষ্টা করে আসছিলেন। তরুণী তাতে রাজি না হওয়ায় দুলাভাই তাকে বিভিন্নভাবে চাপ দিতে থাকেন। একপর্যায়ে দুলাভাই তরুণীর কিছু ব্যক্তিগত ছবি ও ভিডিও সংগ্রহ করে তা ইন্টারনেটে ছড়িয়ে দেওয়ার হুমকি দিয়ে ব্লাকমেইল শুরু করেন।
তরুণী জানান, দুলাভাই তাকে কুপ্রস্তাব দেন এবং সেই প্রস্তাবে রাজি না হলে ছবি ও ভিডিও ভাইরাল করার হুমকি দেন। এই পরিস্থিতিতে দিশেহারা হয়ে তরুণী তার পরিবারের সাথে আলোচনা করে আইনের আশ্রয় নেওয়ার সিদ্ধান্ত নেন।
থানায় অভিযোগ দায়েরের পর পুলিশ বিষয়টি গুরুত্ব সহকারে দেখছে এবং তদন্ত শুরু করেছে। পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, দ্রুতই অভিযুক্তকে আইনের আওতায় আনা হবে।
অভিযোগ সূত্রে জানা যায়, ভুক্তভোগী তরুণীর বড় বোনের স্বামী (দুলাভাই) দীর্ঘদিন ধরে তার সাথে পরকীয়া সম্পর্ক স্থাপনের চেষ্টা করে আসছিলেন। তরুণী তাতে রাজি না হওয়ায় দুলাভাই তাকে বিভিন্নভাবে চাপ দিতে থাকেন। একপর্যায়ে দুলাভাই তরুণীর কিছু ব্যক্তিগত ছবি ও ভিডিও সংগ্রহ করে তা ইন্টারনেটে ছড়িয়ে দেওয়ার হুমকি দিয়ে ব্লাকমেইল শুরু করেন।
তরুণী জানান, দুলাভাই তাকে কুপ্রস্তাব দেন এবং সেই প্রস্তাবে রাজি না হলে ছবি ও ভিডিও ভাইরাল করার হুমকি দেন। এই পরিস্থিতিতে দিশেহারা হয়ে তরুণী তার পরিবারের সাথে আলোচনা করে আইনের আশ্রয় নেওয়ার সিদ্ধান্ত নেন।
থানায় অভিযোগ দায়েরের পর পুলিশ বিষয়টি গুরুত্ব সহকারে দেখছে এবং তদন্ত শুরু করেছে। পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, দ্রুতই অভিযুক্তকে আইনের আওতায় আনা হবে।