চাঁপাইনবাবগঞ্জে চলছে প্রতিমা তৈরীর শেষ মুহূর্তের কাজ

আপলোড সময় : ২৬-০৯-২০২৫ ০৩:৪৪:২২ অপরাহ্ন , আপডেট সময় : ২৬-০৯-২০২৫ ০৩:৪৪:২২ অপরাহ্ন
শারদীয় দুর্গাপূজা উপলক্ষে চাঁপাইনবাবগঞ্জের মণ্ডপগুলোতে চলছে শেষ মুহূর্তের কাজ। প্রতিমা তৈরির কাজ শেষ। কারিগররা এখন প্রতিমায় নিপুণ হাতের ছোঁয়ায় সৌন্দর্য ফুটিয়ে তুলছেন। দেবী দুর্গার আগমনে মণ্ডপগুলো দুর্গা, সরস্বতী, লক্ষ্মী, গণেশসহ বিভিন্ন দেবদেবীর প্রতিমা দিয়ে সাজানো হচ্ছে।

এ বছর জেলার সদর উপজেলায় ৬১ টি, শিবগঞ্জে ৪৮টি, গোমস্তাপুরে ৩২টি, নাচোলে ১৬টি এবং ভোলাহাটে ৩ টিসহ সর্বমোট ১৬০টি মণ্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হবে। 

জেলা শহরের শিবতলাস্থ চরজোতপ্রতাপ দুর্গা মাতা ঠাকুরানী মন্দির, শিবগঞ্জ উপজেলার কানসাট সার্বজনীন দুর্গা মন্দির, নাচোল উপজেলার রাজবাড়ী মন্দির, গোমস্তাপুর উপজেলার শ্রী শ্রী দুর্গা স্মৃতি মন্দির এবং ভোলাহাট উপজেলার ভোলাহাট থানা সংলগ্ন দ্বিতীয় মন্দিরসহ বেশ কয়েকটি পূজা মণ্ডপ ঘুরে দেখা যায়, বেশিরভাগ মণ্ডপে প্রতিমা তৈরির কাজ শেষ পর্যায়ে। এখন জোরেশোরে চলছে রংতুলির কাজ। 

এ বছর দুর্গোৎসবের আনুষ্ঠানিকতা শুরু হয় ২১ সেপ্টেম্বর মহালয়ার মাধ্যমে, যা পরবর্তী ২৮ সেপ্টেম্বর ষষ্ঠী পূজার মাধ্যমে পূর্ণতা পাবে। মূল পূজা ষষ্ঠীর মধ্য দিয়ে ২৮ সেপ্টেম্বর শুরু হবে এবং ২ অক্টোবর বিজয়া দশমী প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হবে। এ বছর দেবী দুর্গার আগমন হবে গজে (হাতি) এবং তিনি যাবেন দোলায়।

চাঁপাইনবাবগঞ্জ জেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক ধনঞ্জয় চ্যাটার্জি জানান, এ বছর আমরা সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে উৎসব উদযাপন করতে পারবো বলে আমরা আশাবাদী। এ পর্যন্ত জেলায় কোনা ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটেনি। সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে উৎসব শেষ করতে সকলের সহযোগিতা কামনা করছি।

চাঁপাইনবাবগঞ্জ পুলিশ সুপার মো. রেজাউল করিম বিপিএম জানান, উৎসব নিরাপদ ও শান্তিপূর্ণভাবে উদযাপনে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে সব ধরনের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হবে। পুলিশের টহল বাহিনী ২৪ ঘণ্টা মোবাইল টিম ও সাদা পোশাকে নিরাপত্তার দায়িত্ব পালন করবে।

সম্পাদকীয় :

Publisher & Editor :Md. Abu Hena Mostafa Zaman

Mobile No: 01971- 007766; 01711-954647

রাজশাহীর সময় অনলাইন নিউজ পোর্টাল আবেদনকৃত চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর, ঢাকা ।

অফিস :

Head office: 152- Aktroy more ( kazla)-6204 Thana : Motihar,Rajshahi

Email : [email protected],                    [email protected]