চাঁপাইনবাবগঞ্জে বিপুল পরিমাণ গাঁজা সহ মাদক কারবারী গ্রেফতার

আপলোড সময় : ২৬-০৯-২০২৫ ০২:৪৫:২৯ অপরাহ্ন , আপডেট সময় : ২৬-০৯-২০২৫ ০২:৪৫:২৯ অপরাহ্ন
চাঁপাইনবাবগঞ্জের সদর  উপজেলা হতে ২৭ কেজি গাঁজা সহ মোঃ তৌহিদুল ইসলাম ভাসাই (৩৮) নামে এক মাদক কারবারীকে গ্রেফতার করেছে র‌্যাব-৫

শুক্রবার (২৬ সেপ্টেম্বর) রাত ৩টায় জেলার সদর থানাধীন আমনুড়া ইউপি অর্ন্তগত কন্দুল মোড় পাইকড় গাছের নিচে আমনুড়া টু গোদাগাড়ী পাকা রাস্তার উপর হতে তাকে গ্রেফতার করা হয়। এসময় ২৭ কেজি গাঁজা, ৩টি মোটরসাইকেল এবং ২টি মোবাইল জব্দ করা হয়।

গ্রেফতার মাদক কারবারী মোঃ তৌহিদুল ইসলাম ভাসাই চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ থানাধীন সতেরো রশিয়া গ্রামের মো: আব্দুল সামাদের ছেলে।

শুক্রবার (২৬ সেপ্টেম্বর) সকালে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এতথ্য নিশ্চিত করেছে র‌্যাব-৫।

গ্রেফতার মাদক কারবারীকে পরর্বতী আইনগত ব্যবস্থা গ্রহণরে জন্য চাঁপাইনবাবগঞ্জ সদর থানায় হস্তান্তর করা হয়েছে।

সম্পাদকীয় :

Publisher & Editor :Md. Abu Hena Mostafa Zaman

Mobile No: 01971- 007766; 01711-954647

রাজশাহীর সময় অনলাইন নিউজ পোর্টাল আবেদনকৃত চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর, ঢাকা ।

অফিস :

Head office: 152- Aktroy more ( kazla)-6204 Thana : Motihar,Rajshahi

Email : [email protected],                    [email protected]