তানোরের নতুন ইউএনও নাঈমা খাঁন

আপলোড সময় : ২৫-০৯-২০২৫ ০৮:১৭:০৭ অপরাহ্ন , আপডেট সময় : ২৫-০৯-২০২৫ ০৮:১৭:০৭ অপরাহ্ন
রাজশাহীর তানোরে নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হিসেবে যোগদান করেছেন নাঈমা খাঁন।

গত বুধবার (২৪ সেপ্টেম্বর)  বিকেলে নতুন কর্মস্থলে যোগদান করেন তিনি। এসময় প্রশাসন ভবনের সামনে ফুলের তোড়া দিয়ে নবাগত ইউএনওকে বরন করে নেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা  মোহাম্মদ হোসেন খাঁন ও কৃষি কর্মকর্তা  সাইফুল্লাহ আহমেদসহ উপজেলা প্রশাসনের বিভিন্ন স্তরের কর্মকর্তা-কর্মচারীগণ। এরআগে গাজীপুর জেলা প্রশাসক কার্যালয়ে কর্মরত ছিলেন তিনি। 

সংশ্লিষ্ট সূত্র জানা গেছে, নবাগত ইউএনও নাঈমা খাঁন সিরাজগঞ্জ জেলার সদর উপজেলার বাসিন্দা তিনি। গত বুধবার নতুন কর্মস্থল রাজশাহীর তানোর উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে যোগদান করেন। তিনি ৩৬তম বিসিএস ক্যাডার কর্মকর্তা ।

 ইউএনও নাঈমা খাঁন বলেন, সরকারি নির্দেশনা অনুযায়ী সবার সঙ্গে সমন্বয় করে জনগণের দোরগোড়ায় সেবা পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে কাজ করে যাবো। এজন্য এ উপজেলার সর্বস্তরের মানুষের উন্নয়নে কর্মকর্তা-কর্মচারী ও রাজনৈতিক ব্যক্তিত্ব ছাড়াও সকল শ্রেণী-পেশার মানুষের সহযোগিতা চাই। তিনি বলেন- কাঙ্ক্ষিত সেবা নিশ্চিত করতে ২৪ ঘন্টা সবার জন্য তানোর উপজেলা প্রশাসনের দরজা উন্মুক্ত থাকবে ইনশাল্লাহ। 

সম্পাদকীয় :

Publisher & Editor :Md. Abu Hena Mostafa Zaman

Mobile No: 01971- 007766; 01711-954647

রাজশাহীর সময় অনলাইন নিউজ পোর্টাল আবেদনকৃত চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর, ঢাকা ।

অফিস :

Head office: 152- Aktroy more ( kazla)-6204 Thana : Motihar,Rajshahi

Email : [email protected],                    [email protected]