
মুম্বাই, ভারত: ভারতীয় অভিনয় জগতে 'টাকার বিনিময়ে যৌনতা' নিয়ে আবারও আলোচনা শুরু হয়েছে।
সম্প্রতি এক বলি অভিনেত্রীর বিস্ফোরক স্বীকারোক্তি সামনে আসার পর এই বিষয়টি নতুন করে সবার নজরে এসেছে। তিনি দাবি করেছেন, ক্যারিয়ারের এক সময়ে তিনি আর্থিক প্রয়োজনে পেইড সেক্স বা টাকার বিনিময়ে যৌনতায় অভ্যস্ত ছিলেন। ভারতীয় গণমাধ্যম জি নিউজ তাদের প্রতিবেদনে আরও কয়েকজন অভিনেত্রীর নাম প্রকাশ করেছে, যারা একসময় এই ধরনের সম্পর্কে জড়িত ছিলেন বলে অভিযোগ রয়েছে।
এই তালিকায় উঠে এসেছে বেশ কিছু পরিচিত নাম।
১. আইশ আনসারি: তামিল অভিনেত্রী এবং আইটেম গার্ল আইশ আনসারিকে ২০১১ সালে যোধপুর থেকে গ্রেফতার করা হয়েছিল। অভিযোগ ছিল, ভারতের প্রায় সব বড় শহরেই তার ক্লায়েন্টরা ছড়িয়ে ছিল। পুলিশের নজর এড়াতে তিনি বিভিন্ন রঙের পরচুলা ব্যবহার করতেন।
২. শার্লিন চোপড়া: মডেলিং ক্যারিয়ারের শুরুর দিকে শার্লিন চোপড়া টাকা নিয়ে ক্লায়েন্টদের সঙ্গে সময় কাটাতেন বলে নিজেই স্বীকার করেছেন। তার দাবি, সেইসব সম্পর্কে কোনো মানসিক টান ছিল না। সে কারণে তিনি সেই ক্লায়েন্টদের কাউকে আজ আর মনে করতে পারেন না। তবে, জীবনে যত্নশীল কারো অভাব থাকায় তিনি পুরুষসঙ্গ উপভোগ করতেন বলেও জানান। একইসাথে, স্ট্রাগলিং পিরিয়ডে এভাবেই তিনি নিজের আর্থিক নিরাপত্তা জোগাড় করতেন।
৩. সায়রা বানু: দক্ষিণী অভিনেত্রী সায়রা বানুকে ২০১০ সালে হায়দরাবাদে পুলিশি অভিযানের সময় গ্রেফতার করা হয়। অভিযোগ ছিল, তিনি দেহব্যবসার সাথে জড়িত ছিলেন।
৪. ভূবনেশ্বরী: এই বি-গ্রেড দক্ষিণী অভিনেত্রীকে চেন্নাইতে সেক্স র্যাকেট চালানোর অভিযোগে একাধিকবার গ্রেফতার করেছে পুলিশ।
এই ঘটনাগুলো ভারতীয় বিনোদন জগতে আলোড়ন সৃষ্টি করেছে এবং সমাজের বিভিন্ন স্তরে এ নিয়ে আলোচনা ও বিতর্কের জন্ম দিয়েছে।
সম্প্রতি এক বলি অভিনেত্রীর বিস্ফোরক স্বীকারোক্তি সামনে আসার পর এই বিষয়টি নতুন করে সবার নজরে এসেছে। তিনি দাবি করেছেন, ক্যারিয়ারের এক সময়ে তিনি আর্থিক প্রয়োজনে পেইড সেক্স বা টাকার বিনিময়ে যৌনতায় অভ্যস্ত ছিলেন। ভারতীয় গণমাধ্যম জি নিউজ তাদের প্রতিবেদনে আরও কয়েকজন অভিনেত্রীর নাম প্রকাশ করেছে, যারা একসময় এই ধরনের সম্পর্কে জড়িত ছিলেন বলে অভিযোগ রয়েছে।
এই তালিকায় উঠে এসেছে বেশ কিছু পরিচিত নাম।
১. আইশ আনসারি: তামিল অভিনেত্রী এবং আইটেম গার্ল আইশ আনসারিকে ২০১১ সালে যোধপুর থেকে গ্রেফতার করা হয়েছিল। অভিযোগ ছিল, ভারতের প্রায় সব বড় শহরেই তার ক্লায়েন্টরা ছড়িয়ে ছিল। পুলিশের নজর এড়াতে তিনি বিভিন্ন রঙের পরচুলা ব্যবহার করতেন।
২. শার্লিন চোপড়া: মডেলিং ক্যারিয়ারের শুরুর দিকে শার্লিন চোপড়া টাকা নিয়ে ক্লায়েন্টদের সঙ্গে সময় কাটাতেন বলে নিজেই স্বীকার করেছেন। তার দাবি, সেইসব সম্পর্কে কোনো মানসিক টান ছিল না। সে কারণে তিনি সেই ক্লায়েন্টদের কাউকে আজ আর মনে করতে পারেন না। তবে, জীবনে যত্নশীল কারো অভাব থাকায় তিনি পুরুষসঙ্গ উপভোগ করতেন বলেও জানান। একইসাথে, স্ট্রাগলিং পিরিয়ডে এভাবেই তিনি নিজের আর্থিক নিরাপত্তা জোগাড় করতেন।
৩. সায়রা বানু: দক্ষিণী অভিনেত্রী সায়রা বানুকে ২০১০ সালে হায়দরাবাদে পুলিশি অভিযানের সময় গ্রেফতার করা হয়। অভিযোগ ছিল, তিনি দেহব্যবসার সাথে জড়িত ছিলেন।
৪. ভূবনেশ্বরী: এই বি-গ্রেড দক্ষিণী অভিনেত্রীকে চেন্নাইতে সেক্স র্যাকেট চালানোর অভিযোগে একাধিকবার গ্রেফতার করেছে পুলিশ।
এই ঘটনাগুলো ভারতীয় বিনোদন জগতে আলোড়ন সৃষ্টি করেছে এবং সমাজের বিভিন্ন স্তরে এ নিয়ে আলোচনা ও বিতর্কের জন্ম দিয়েছে।