
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে চলমান কমপ্লিট শাটডাউন কর্মসূচি আপাতত স্থগিত করেছে জাতীয়তাবাদী শিক্ষক ফোরাম। তবে তাদের দাবি দ্রুত পূরণ না হলে পুনরায় কর্মসূচি দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন সংগঠনের নেতারা।
বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৩টায় বিশ্ববিদ্যালয়ের বুদ্ধিজীবী চত্বরে সাংবাদিকদের এ তথ্য জানান জাতীয়তাবাদী শিক্ষক ফোরামের সভাপতি প্রফেসর ড. আব্দুল আলিম।
তিনি বলেন, দুপুরে প্রশাসনিক ভবনের কনফারেন্স রুমে উপাচার্যের আহ্বানে জাতীয়তাবাদী শিক্ষক ফোরাম, জিয়া পরিষদ ও ইউট্যাব রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখার নেতারা বৈঠকে বসেন।
সভায় উপাচার্য প্রফেসর ড. সালেহ হাসান নকীব শিক্ষক নেতাদের আশ্বস্ত করেন যে, গত ২০ সেপ্টেম্বরের অনাকাঙ্ক্ষিত ঘটনায় দায়ীদের দ্রুততম সময়ে যথাযথ প্রক্রিয়ার মাধ্যমে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা হবে। পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা ও শিক্ষা-গবেষণার পরিবেশ বজায় রাখার পদক্ষেপ নেবেন। উপাচার্যের এ আশ্বাসের ভিত্তিতে এবং রাকসু নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করার স্বার্থে শিক্ষক ফোরাম আপাতত আন্দোলন স্থগিতের ঘোষণা দিয়েছে। তবে দ্রুত সময়ে দাবি পূরণ না হলে সাধারণ শিক্ষকদের নিয়ে পুনরায় কর্মসূচি চালু করার হুঁশিয়ারি দিয়েছে সংগঠনটি।
এর আগে বুধবার দুপুরে প্রশাসনের আহ্বানে সাড়া দিয়ে কর্মকর্তা-কর্মচারীরাও শাটডাউন কর্মসূচি ৭ কার্যদিবসের জন্য স্থগিত করেন।
এ বিষয়ে উপাচার্য প্রফেসর ড. সালেহ হাসান নকীব বলেন, সবকিছু আলোচনার মাধ্যমে সমাধান করা হচ্ছে। আশা করি আগামী ১৬ তারিখে রাকসু নির্বাচন সুষ্ঠুভাবে অনুষ্ঠিত হবে।
বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৩টায় বিশ্ববিদ্যালয়ের বুদ্ধিজীবী চত্বরে সাংবাদিকদের এ তথ্য জানান জাতীয়তাবাদী শিক্ষক ফোরামের সভাপতি প্রফেসর ড. আব্দুল আলিম।
তিনি বলেন, দুপুরে প্রশাসনিক ভবনের কনফারেন্স রুমে উপাচার্যের আহ্বানে জাতীয়তাবাদী শিক্ষক ফোরাম, জিয়া পরিষদ ও ইউট্যাব রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখার নেতারা বৈঠকে বসেন।
সভায় উপাচার্য প্রফেসর ড. সালেহ হাসান নকীব শিক্ষক নেতাদের আশ্বস্ত করেন যে, গত ২০ সেপ্টেম্বরের অনাকাঙ্ক্ষিত ঘটনায় দায়ীদের দ্রুততম সময়ে যথাযথ প্রক্রিয়ার মাধ্যমে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা হবে। পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা ও শিক্ষা-গবেষণার পরিবেশ বজায় রাখার পদক্ষেপ নেবেন। উপাচার্যের এ আশ্বাসের ভিত্তিতে এবং রাকসু নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করার স্বার্থে শিক্ষক ফোরাম আপাতত আন্দোলন স্থগিতের ঘোষণা দিয়েছে। তবে দ্রুত সময়ে দাবি পূরণ না হলে সাধারণ শিক্ষকদের নিয়ে পুনরায় কর্মসূচি চালু করার হুঁশিয়ারি দিয়েছে সংগঠনটি।
এর আগে বুধবার দুপুরে প্রশাসনের আহ্বানে সাড়া দিয়ে কর্মকর্তা-কর্মচারীরাও শাটডাউন কর্মসূচি ৭ কার্যদিবসের জন্য স্থগিত করেন।
এ বিষয়ে উপাচার্য প্রফেসর ড. সালেহ হাসান নকীব বলেন, সবকিছু আলোচনার মাধ্যমে সমাধান করা হচ্ছে। আশা করি আগামী ১৬ তারিখে রাকসু নির্বাচন সুষ্ঠুভাবে অনুষ্ঠিত হবে।