
মেয়েদের সাজের অন্যতম অংশ হল আইব্রো বা মুখের অবাঞ্ছিত লোম তুলে ফেলা। অনেকেই শেষ মুহূর্তে থ্রেডিং করান যাতে চেহারায় বাড়তি ঝলক আসে। কিন্তু থ্রেডিংয়ের পর কয়েকটি সাধারণ নিয়ম না মানলে উল্টে ত্বকের সমস্যা দেখা দিতে পারে।
বিশেষজ্ঞদের মতে, আইব্রো করার পর বা মুখে থ্রেডিং করানোর সঙ্গে সঙ্গে বাড়ি ফিরে ঠান্ডা জল দিয়ে মুখ ধোয়া জরুরি। এতে ত্বকের জ্বালা কমে যায়। চাইলে অ্যালোভেরা জেল ব্যবহার করলে আরাম মিলবে। তবে থ্রেডিংয়ের পর সোজা রোদে বেরনো এড়িয়ে চলা ভালো। এতে ত্বক দ্রুত লাল হয়ে যেতে পারে বা জ্বালা বাড়তে পারে।
এই সময় কোনওভাবেই রাসায়নিকযুক্ত ফেসওয়াশ বা গরম স্টিম ব্যবহার করবেন না। ত্বক তখন সংবেদনশীল থাকে, তাই বাড়তি চাপ পড়লে সমস্যা হতে পারে। থ্রেডিংয়ের ২৪ ঘণ্টার মধ্যে মেকআপ না করাই শ্রেয়। পাশাপাশি, অ্যান্টি-এজিং ক্রিম বা অন্যান্য কসমেটিকসও ওইদিন ব্যবহার না করাই ভালো। এতে রোমকূপ বন্ধ হয়ে ব্রণ বা র্যাশের মতো সমস্যা দেখা দিতে পারে।
সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল ত্বককে আর্দ্র রাখা। থ্রেডিংয়ের পর ত্বক যদি শুষ্ক হয়ে যায়, তাহলে চুলকানি, জ্বালা বা অন্যান্য অসুবিধা হতে পারে। তাই প্রচুর জল পান করুন এবং প্রয়োজনে ময়েশ্চারাইজার লাগান।
সাজসজ্জার আনন্দ যেন বিঘ্নিত না হয়, সেজন্য থ্রেডিংয়ের পর এসব ছোট ছোট নিয়ম মেনে চলা খুবই জরুরি।
বিশেষজ্ঞদের মতে, আইব্রো করার পর বা মুখে থ্রেডিং করানোর সঙ্গে সঙ্গে বাড়ি ফিরে ঠান্ডা জল দিয়ে মুখ ধোয়া জরুরি। এতে ত্বকের জ্বালা কমে যায়। চাইলে অ্যালোভেরা জেল ব্যবহার করলে আরাম মিলবে। তবে থ্রেডিংয়ের পর সোজা রোদে বেরনো এড়িয়ে চলা ভালো। এতে ত্বক দ্রুত লাল হয়ে যেতে পারে বা জ্বালা বাড়তে পারে।
এই সময় কোনওভাবেই রাসায়নিকযুক্ত ফেসওয়াশ বা গরম স্টিম ব্যবহার করবেন না। ত্বক তখন সংবেদনশীল থাকে, তাই বাড়তি চাপ পড়লে সমস্যা হতে পারে। থ্রেডিংয়ের ২৪ ঘণ্টার মধ্যে মেকআপ না করাই শ্রেয়। পাশাপাশি, অ্যান্টি-এজিং ক্রিম বা অন্যান্য কসমেটিকসও ওইদিন ব্যবহার না করাই ভালো। এতে রোমকূপ বন্ধ হয়ে ব্রণ বা র্যাশের মতো সমস্যা দেখা দিতে পারে।
সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল ত্বককে আর্দ্র রাখা। থ্রেডিংয়ের পর ত্বক যদি শুষ্ক হয়ে যায়, তাহলে চুলকানি, জ্বালা বা অন্যান্য অসুবিধা হতে পারে। তাই প্রচুর জল পান করুন এবং প্রয়োজনে ময়েশ্চারাইজার লাগান।
সাজসজ্জার আনন্দ যেন বিঘ্নিত না হয়, সেজন্য থ্রেডিংয়ের পর এসব ছোট ছোট নিয়ম মেনে চলা খুবই জরুরি।