হারিয়ে যাওয়া ৫৩টি মোবাইল ফোন ও নগদ অর্থ হস্তান্তর করলো রাজশাহী জেলা পুলিশ

আপলোড সময় : ২৪-০৯-২০২৫ ০৭:০৩:১৮ অপরাহ্ন , আপডেট সময় : ২৪-০৯-২০২৫ ০৭:০৩:১৮ অপরাহ্ন
হারিয়ে যাওয়া ৫৩টি মোবাইল ফোন এবং বিকাশে খোয়া যাওয়া ১১শত টাকা উদ্ধার করে প্রকৃত মালিকদের কাছে ফিরিয়ে দিয়েছে রাজশাহী জেলা পুলিশ।

বুধবার সকালে পুলিশ সুপার কার্যালয়ের কনফারেন্স রুমে আয়োজিত এক অনুষ্ঠানে রাজশাহীর অতিরিক্ত পুলিশ সুপার, মো: শরিফুল ইসলাম উদ্ধারকৃত মোবাইল ফোনগুলো হস্তান্তর করেন।

এ সময় জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। রাজশাহী জেলার আটটি থানায় বিভিন্ন সময়ে হারানো মোবাইল ফোন সংক্রান্ত ৫৩টি সাধারণ ডায়েরি করা হয়েছিল। এর পরিপ্রেক্ষিতে, পুলিশ সুপার কার্যালয়ের সাইবার ক্রাইম সেল নিরলস প্রচেষ্টার মাধ্যমে এই ৫৩টি মোবাইল ফোন উদ্ধার করতে সক্ষম হয়।
উদ্ধারকৃত মোবাইল ফোনগুলোর মধ্যে রয়েছে ভিভো (৮টি), স্যামসাং (৬টি), শাওমি (১১টি), রিয়েলমি (৭টি), ইনফিনিক্স (৩টি), আইটেল (২টি), টেকনো (৩টি), ওপ্পো (৭টি), ওয়ালটন (১টি), সিম্ফনি (৩টি) এবং টিসিএল (২টি) ব্র্যান্ডের সেট।

মোবাইল ফোন হস্তান্তরের সময় রাজশাহীর অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) মো: শরিফুল ইসলাম বলেন, প্রকৃত মালিকের নিকট উদ্ধারকৃত ফোন ফিরিয়ে দিতে পেরে আমরা আনন্দিত। আমি মনে করি এই সাফল্যের পরিধি আগামীতে আরও বিস্তৃত হবে।

হারানো ফোন ও টাকা ফিরে পেয়ে মোবাইল ফোনের মালিকগণ উচ্ছ্বাস প্রকাশ করেন এবং রাজশাহী জেলা পুলিশের এই ভালো কাজের ভূয়সী প্রশংসা করেন। তাঁরা বিশ্বাস করেন রাজশাহী জেলা পুলিশ আগামীতেও এভাবে জনগণের পাশে থেকে নিরবচ্ছিন্নভাবে সেবা প্রদান করে যাবে এবং জেলা পুলিশের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জানান।

রাজশাহী জেলা পুলিশের এই জনমুখী কার্যক্রম সাধারণ মানুষের আস্থা ও বিশ্বাস অর্জনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে আশা করা হচ্ছে।

সম্পাদকীয় :

Publisher & Editor :Md. Abu Hena Mostafa Zaman

Mobile No: 01971- 007766; 01711-954647

রাজশাহীর সময় অনলাইন নিউজ পোর্টাল আবেদনকৃত চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর, ঢাকা ।

অফিস :

Head office: 152- Aktroy more ( kazla)-6204 Thana : Motihar,Rajshahi

Email : [email protected],                    [email protected]