
রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) সদর দপ্তরে এক অনাড়ম্বর অনুষ্ঠানে ইন্সপেক্টর (নিরস্ত্র) পদ হতে সহকারি পুলিশ সুপার (এএসপি) পদে পদোন্নতিপ্রাপ্ত তিন কর্মকর্তাকে র্যাংক ব্যাজ পরিয়ে দিলেন আরএমপি’র পুলিশ কমিশনার মোহাম্মদ আবু সুফিয়ান।
মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর ২০২৫) অপরাহ্নে এই পদোন্নতি র্যাংক ব্যাজ পরিয়ে দেন তিনি।
পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তারা হলেন, মোঃ আবুল কালাম আজাদ, সাবের রেজা আহমেদ এবং মোঃ সালাউদ্দিন।
পুলিশ কমিশনার মোহাম্মদ আবু সুফিয়ান পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তাদের অভিনন্দন জানান এবং তাদের উজ্জ্বল ভবিষ্যৎ ও কর্মজীবনে আরও সাফল্য কামনা করেন। তিনি বলেন, এই পদোন্নতি তাদের দীর্ঘদিনের কর্মনিষ্ঠা, সততা ও পেশাদারিত্বের স্বীকৃতি। তিনি আশা প্রকাশ করেন, নতুন পদে আসীন হয়ে তারা তাদের উপর অর্পিত দায়িত্ব আরও নিষ্ঠা ও দক্ষতার সাথে পালন করবেন এবং রাজশাহী মহানগরীর আইন শৃঙ্খলা রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন।
র্যাংক ব্যাজ পরানোর সময় আরএমপি’র ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর ২০২৫) অপরাহ্নে এই পদোন্নতি র্যাংক ব্যাজ পরিয়ে দেন তিনি।
পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তারা হলেন, মোঃ আবুল কালাম আজাদ, সাবের রেজা আহমেদ এবং মোঃ সালাউদ্দিন।
পুলিশ কমিশনার মোহাম্মদ আবু সুফিয়ান পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তাদের অভিনন্দন জানান এবং তাদের উজ্জ্বল ভবিষ্যৎ ও কর্মজীবনে আরও সাফল্য কামনা করেন। তিনি বলেন, এই পদোন্নতি তাদের দীর্ঘদিনের কর্মনিষ্ঠা, সততা ও পেশাদারিত্বের স্বীকৃতি। তিনি আশা প্রকাশ করেন, নতুন পদে আসীন হয়ে তারা তাদের উপর অর্পিত দায়িত্ব আরও নিষ্ঠা ও দক্ষতার সাথে পালন করবেন এবং রাজশাহী মহানগরীর আইন শৃঙ্খলা রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন।
র্যাংক ব্যাজ পরানোর সময় আরএমপি’র ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।