সিরাজগঞ্জে ২০ কেজি গাঁজাসহ ২ মাদক ব্যবসায়ী গ্রেফতার, কাভার্ড ভ্যান জব্দ

আপলোড সময় : ২৩-০৯-২০২৫ ১১:২০:৩৬ অপরাহ্ন , আপডেট সময় : ২৩-০৯-২০২৫ ১১:২০:৩৬ অপরাহ্ন
 যমুনা সেতু পশ্চিম থানাধীন গোলচত্বর এলাকা থেকে ২০ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারীকে গ্রেফতার করেছে।

মঙ্গলবার সন্ধ্যা ৭টা ২০ মিনিটে তাদের গাঁজা সহ গ্রেফতার করে র‌্যাব-১২সিরাজগঞ্জের একটি অভিযানিক দল।

গ্রেফতারকৃতরা হলেন আলী নেওয়াজ খোকন (৫৬), পিতা- মৃত জানে আলম, সাং- দূর্গাপুর, থানা- চৌদ্দগ্রাম, জেলা- কুমিল্লা এবং রিপন চন্দ্র মন্ডল (৫০), পিতা- মৃত নিতাই চন্দ্র মন্ডল, সাং- ধর্মগঞ্জ, থানা- নারায়ণগঞ্জ সদর, জেলা- নারায়ণগঞ্জ। তাদের কাছ থেকে গাঁজা পরিবহনে ব্যবহৃত একটি কাভার্ড ভ্যান, দুটি মোবাইল ফোন এবং নগদ ১৩০০ টাকা জব্দ করা হয়েছে।

র‌্যাব-১২ এর অধিনায়ক এর দিকনির্দেশনায় এবং আধুনিক তথ্যপ্রযুক্তি ব্যবহার করে এই অভিযান পরিচালনা করা হয়।

জিজ্ঞাসাবাদে জানা গেছে, গ্রেফতারকৃত আসামিরা দীর্ঘদিন ধরে লোকচক্ষুর আড়ালে কাভার্ড ভ্যান ব্যবহার করে দেশের বিভিন্ন প্রান্ত থেকে গাঁজা সংগ্রহ করে বিভিন্ন জেলায়L ক্রয়-বিক্রয় করে আসছিল।

গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে যমুনা সেতু পশ্চিম থানায় ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।

সম্পাদকীয় :

Publisher & Editor :Md. Abu Hena Mostafa Zaman

Mobile No: 01971- 007766; 01711-954647

রাজশাহীর সময় অনলাইন নিউজ পোর্টাল আবেদনকৃত চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর, ঢাকা ।

অফিস :

Head office: 152- Aktroy more ( kazla)-6204 Thana : Motihar,Rajshahi

Email : [email protected],                    [email protected]