‘কাটা লাগা’ গার্ল শেফালির মৃত্যু, নতুন তথ্য ফাঁস করলেন স্বামী

আপলোড সময় : ২৩-০৯-২০২৫ ১০:১২:৩২ অপরাহ্ন , আপডেট সময় : ২৩-০৯-২০২৫ ১০:১২:৩২ অপরাহ্ন
চলতি বছরের জুন মাসে অভিনেত্রী ও নৃত্যশিল্পী শেফালি জারিওয়ালার অকালপ্রয়ন ভাবিয়েছিল তার ভক্তদের। তার মৃত্যু নিয়ে নানা রকম জল্পনা ছড়ায় কেউ দাবি করেন, শেফালি নাকি খালি পেটে অ্যান্টি-এজিং ওষুধ খেয়েছিলেন।

এবার এই গুজবের জবাব দিলেন তার স্বামী অভিনেতা পারাগ ত্যাগী। তিনি সত্য যাচাই না করে খবর ছড়ানো থেকে বিরত থাকার অনুরোধ জানালেন।

হিন্দুস্তান টাইমস থেকে জানা যায় এক পডকাস্টে পারাগ বলেন, এগুলো পুরোপুরি ভুল তথ্য। আমি জানতে চাই কোন অ্যান্টি-এজিং ওষুধ? শেফালি আসলে প্রতিদিন মাল্টিভিটামিন খেতে চাইত না, তাই মাসে একবার আইভি ড্রিপের মাধ্যমে মাল্টিভিটামিন নিত। এর মধ্যে ছিল ভিটামিন সি, কোলাজেন আর গ্লুটাথিয়ন যা অন্যতম সেরা অ্যান্টিঅক্সিডেন্ট। শেফালির মৃত্যুর দিন উপোস থাকা নিয়েও গুজব ছড়ায়। এ বিষয়ে পারাগ বলেন, সে দিন ও উপোস করেছিল ঠিকই, কিন্তু পূজা শেষ করে খাবার খেয়েছিল, তারপর ঘুমিয়েছিল এবং পরে আবার খেয়েছিল। একেবারেই না খেয়ে ছিল—এটা সম্পূর্ণ মিথ্যা।

স্বাস্থ্য ও সৌন্দর্য নিয়ে শেফালি বরাবরই নিয়মিত ও সচেতন ছিলেন বলে জানান পারাগ। অভিনেত্রীর স্বামীর বলেন ও খাবারে নিয়ন্ত্রণ রাখত, কিন্তু নিজেকে বঞ্চিত করত না। ছুটির দিনে আইসক্রিম বা চাইনিজ খেতে ভালোবাসত। ব্যালান্সড লাইফই ওর মূল মন্ত্র ছিল। পারাগ আরও বলেন, আমি জানি না এই উপোসের গল্প কোথা থেকে এল। কেউ একজন তুলে নিয়ে ছড়িয়ে দিল। দয়া করে সত্য যাচাই করে তবেই কথা বলুন।

প্রসঙ্গত, ‘কাঁটা লাগা’ রিমিক্স গানের মাধ্যমে খ্যাতি পাওয়া শেফালি জারিওয়ালা ২৭ জুন, ৪২ বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। স্বামী পারাগ ত্যাগী তাকে দ্রুত বেলভিউ মাল্টিস্পেশালিটি হাসপাতালে নিয়ে গেলেও চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। ধারণা করা হয়, হার্ট অ্যাটাকের কারণে মৃত্যু হয়েছে, তবে আনুষ্ঠানিকভাবে মৃত্যুর কারণ এখনও প্রকাশ করা হয়নি। 

সম্পাদকীয় :

Publisher & Editor :Md. Abu Hena Mostafa Zaman

Mobile No: 01971- 007766; 01711-954647

রাজশাহীর সময় অনলাইন নিউজ পোর্টাল আবেদনকৃত চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর, ঢাকা ।

অফিস :

Head office: 152- Aktroy more ( kazla)-6204 Thana : Motihar,Rajshahi

Email : [email protected],                    [email protected]