শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে আরএমপি'র আইন-শৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা

আপলোড সময় : ২২-০৯-২০২৫ ০৭:০৫:৩০ অপরাহ্ন , আপডেট সময় : ২২-০৯-২০২৫ ০৭:০৫:৩০ অপরাহ্ন
আসন্ন শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণ ও নির্বিঘ্নে উদযাপনের লক্ষ্যে এক গুরুত্বপূর্ণ আইন-শৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২২ সেপ্টেম্বর) সকালে আরএমপি সদর দপ্তরের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত।

সভায় পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দ, বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধি এবং ধর্মীয় সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সভার সভাপতিত্ব করেন রাজশাহী মেট্রোপলিটন (আরএমপি) পুলিশের পুলিশ কমিশনার মোহাম্মদ আবু সুফিয়ান। তিনি বলেন, শারদীয় দুর্গোৎসব বাঙালি হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব এবং এটি শান্তিপূর্ণভাবে উদযাপন করতে সবার সহযোগিতা অপরিহার্য।

তিনি জানান, পূজা মন্ডপের সার্বিক নিরাপত্তা, ট্রাফিক ব্যবস্থাপনা, প্রতিমা বিসর্জন এবং সামাজিক যোগাযোগমাধ্যমে গুজব বা অপপ্রচার রোধে আরএমপি সর্বাত্মক ব্যবস্থা গ্রহণ করেছে। আরএমপি'র পক্ষ থেকে গুরুত্বপূর্ণ মোবাইল নম্বর সম্বলিত লিফলেট প্রতিটি পূজা মন্ডপে প্রদর্শনের ব্যবস্থা করা হয়েছে বলেও তিনি উল্লেখ করেন।

কমিশনার পূজা উদযাপন কমিটি ও রাজনৈতিক দলের নেতৃবৃন্দকে আইন-শৃঙ্খলা ও সামাজিক যোগাযোগ মাধ্যমে গুজব সংক্রান্ত যেকোনো তথ্য আইন-শৃঙ্খলা বাহিনীকে জানানোর আহ্বান জানান। তিনি দর্শনার্থীদের নির্বিঘ্নে চলাচল এবং প্রতিমা বিসর্জন সুষ্ঠুভাবে সম্পন্ন করতে গৃহীত সিদ্ধান্তসমূহ বাস্তবায়নে সকলের সহযোগিতা কামনা করেন।

সভায় রাজনৈতিক দলের নেতৃবৃন্দ জানান, দুর্গাপূজাকে কেন্দ্র করে কোনো দুষ্কৃতকারী যাতে আইন-শৃঙ্খলা বিঘœ ঘটাতে না পারে, সে জন্য প্রতিটি ওয়ার্ডে স্বেচ্ছাসেবক নিয়োগ এবং মনিটরিং সেল গঠন করা হবে।

মতবিনিময় সভায় আরও উপস্থিত ছিলেন উপ-পুলিশ কমিশনার (সদর), অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত মোহাম্মদ খোরশেদ আলম, পিপিএমসহ আরএমপি’র ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ; সেনাবাহিনী, র‌্যাব, আনসার ও গোয়েন্দা সংস্থার প্রতিনিধিগণ। এছাড়াও  বিভিন্ন রাজনৈতিক দলের ও ধর্মীয় সংগঠনের এবং হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান কল্যাণ ফ্রন্টের নেতৃবৃন্দ।

সম্পাদকীয় :

Publisher & Editor :Md. Abu Hena Mostafa Zaman

Mobile No: 01971- 007766; 01711-954647

রাজশাহীর সময় অনলাইন নিউজ পোর্টাল আবেদনকৃত চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর, ঢাকা ।

অফিস :

Head office: 152- Aktroy more ( kazla)-6204 Thana : Motihar,Rajshahi

Email : [email protected],                    [email protected]