রাজশাহী জেলা ক্রীড়া সংস্থায় সমন্বয়হীনতা ও অসন্তোষ, সমাধানের আশ্বাস জেলা প্রশাসকের

আপলোড সময় : ২১-০৯-২০২৫ ০৬:৪০:৪১ অপরাহ্ন , আপডেট সময় : ২১-০৯-২০২৫ ০৬:৪০:৪১ অপরাহ্ন
রাজশাহী জেলা ক্রীড়া সংস্থার পক্ষ থেকে প্রতিনিধি না পাঠানোর অভিযোগ ওঠায় জেলা প্রশাসক কার্যালয়ে জেলা প্রশাসক আফিয়া আখতারের সঙ্গে সাক্ষাৎ করেছেন সংশ্লিষ্টরা। 

রবিবার সকাল ১১টায় এ সাক্ষাৎ করেন সংশ্লিষ্টরা।

দীর্ঘদিনের পুঞ্জীভূত সমস্যা ও সমন্বয়হীনতা নিয়ে রাজশাহী ক্রীড়াঙ্গনের নেতৃবৃন্দ তাদের অসন্তোষ প্রকাশ করেন।

সাক্ষাৎকালে রাজশাহীর ক্রীড়াঙ্গনের চলমান সমস্যা ও সমাধানের বিভিন্ন দিক নিয়ে বিস্তারিত আলোচনা হয়। জেলা ক্রিকেট সংশ্লিষ্টরা দীর্ঘদিন ধরে সমাধানের অপেক্ষায় থাকা বিভিন্ন ইস্যুতে তাদের হতাশা ব্যক্ত করেন।

জেলা প্রশাসক আফিয়া আখতার সমস্যা সমাধানে নিজেদের মধ্যে সমন্বয় সাধনের ওপর জোর দেন। তিনি বলেন, আপনাদের নিজেদের মধ্যে সমন্বয় ঠিক করতে হবে, তাহলেই কাজগুলো সহজ হবে। আমরা চেষ্টা করছি, তবে নির্বাচন এখনো হয়নি। রাজশাহীর সম্মান বজায় রেখে প্রতিটি জায়গায় কাজ করতে হবে।

তিনি আরও স্পষ্ট করেন , বাইরের কোনো প্রস্তাব গ্রহণ করা হবে না এবং রাজশাহী জেলা ক্রিকেট থেকেই প্রতিনিধি পাঠানো হবে। এ বিষয়ে তিনি সংশ্লিষ্টদের চিন্তামুক্ত থাকার আশ্বাস দেন। অ্যাডহক কমিটির যেসব পরিবর্তন হয়েছে, সে সম্পর্কে অবগত নন জানিয়ে জেলা প্রশাসক বলেন, সংশ্লিষ্ট সব পক্ষের মধ্যে ঐক্য প্রতিষ্ঠা হলে সমস্যার সমাধান দ্রুত সম্ভব হবে।

এ সময়ে উপস্থিত ছিলেন রাজশাহী জেলা ও বিভাগীয় ক্রীড়া সংস্থার সাবেক সাধারণ সম্পাদক ও বিসিবি প্রতিনিধি ইফতিয়াজ আহমেদ শামসুল হুদা কিসলু, সাবেক যুগ্ম সম্পাদক মোসাদ্দেক কুদ্দুস সেলিম, সাবেক যুগ্ম সম্পাদক রহিস উদ্দিন বাবু, সাবেক নির্বাহী সদস্য মনিরুল জামান, নুরুল হক সাইফুল ইসলাম সাজু সহ ক্রীড়াঙ্গনের বিভিন্ন সদস্যরা। এই সাক্ষাৎ রাজশাহীর ক্রীড়াঙ্গনে দীর্ঘদিনের জমে থাকা সমস্যার সমাধানে নতুন আশার সঞ্চার করেছে।

সম্পাদকীয় :

Publisher & Editor :Md. Abu Hena Mostafa Zaman

Mobile No: 01971- 007766; 01711-954647

রাজশাহীর সময় অনলাইন নিউজ পোর্টাল আবেদনকৃত চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর, ঢাকা ।

অফিস :

Head office: 152- Aktroy more ( kazla)-6204 Thana : Motihar,Rajshahi

Email : [email protected],                    [email protected]