
এস্তোনিয়ার আকাশসীমায় রাশিয়ার ৩টি যুদ্ধবিমান অনুপ্রবেশের দাবি করেছে পশ্চিমা সামরিক জোট ন্যাটো। শুক্রবার (১৯ সেপ্টেম্বর) অনুপ্রবেশের পর জেটগুলোকে বাধা দেয়া হয় বলে জানিয়েছে সংস্থাটি।
এস্টোনিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, তিনটি রাশিয়ান ‘মিগ-৩১’ যুদ্ধবিমান অনুমতি ছাড়া ফিনল্যান্ডের উপসাগরের ওপর দিয়ে এস্তোনিয়ার আকাশসীমায় প্রবেশ করে এবং মোট ১২ মিনিট সেখানে অবস্থান করে।
ন্যাটো অ্যালাইড কমান্ড অপারেশন্সের সদর দফতরের তথ্য অনুযায়ী, এস্তোনিয়ায় ন্যাটোর ‘ইস্টার্ন সেনট্রি’ অভিযানের অংশ হিসেবে স্থাপিত ইতালিয়ান ‘এফ-৩৫’ যুদ্ধবিমান, পাশাপাশি সুইডিশ ও ফিনিশ বিমান, এই আক্রমণের জবাব দেয়।
এস্তোনিয়ার প্রধানমন্ত্রী ক্রিসেন মিখাল বলেছেন, রাশিয়ান জেটগুলো পরে ‘পালাতে বাধ্য হয়’। ন্যাটোর মহাসচিব মার্ক রুটে জোটের প্রতিক্রিয়াকে ‘দ্রুত ও সিদ্ধান্তমূলক’ বলে প্রশংসা করেছেন।
রাশিয়া পরে দাবি করেছে যে, জেটগুলো এস্তোনিয়ার আকাশসীমায় প্রবেশ করেনি এবং অন্য দেশের সীমান্ত লঙ্ঘন না করে পরিচালিত হয়েছে। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় বলেছে, জেটগুলো কেরেলিয়া থেকে কালিনিনগ্রাদ অঞ্চলের একটি বিমানঘাঁটিতে যাওয়ার পথে বাল্টিক সাগরের ওপর দিয়ে উড়েছে এবং এস্তোনিয়ার উত্তরের সীমান্তের থেকে তিন কিলোমিটারের বেশি দূরে ছিল।
এস্টোনিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, তিনটি রাশিয়ান ‘মিগ-৩১’ যুদ্ধবিমান অনুমতি ছাড়া ফিনল্যান্ডের উপসাগরের ওপর দিয়ে এস্তোনিয়ার আকাশসীমায় প্রবেশ করে এবং মোট ১২ মিনিট সেখানে অবস্থান করে।
ন্যাটো অ্যালাইড কমান্ড অপারেশন্সের সদর দফতরের তথ্য অনুযায়ী, এস্তোনিয়ায় ন্যাটোর ‘ইস্টার্ন সেনট্রি’ অভিযানের অংশ হিসেবে স্থাপিত ইতালিয়ান ‘এফ-৩৫’ যুদ্ধবিমান, পাশাপাশি সুইডিশ ও ফিনিশ বিমান, এই আক্রমণের জবাব দেয়।
এস্তোনিয়ার প্রধানমন্ত্রী ক্রিসেন মিখাল বলেছেন, রাশিয়ান জেটগুলো পরে ‘পালাতে বাধ্য হয়’। ন্যাটোর মহাসচিব মার্ক রুটে জোটের প্রতিক্রিয়াকে ‘দ্রুত ও সিদ্ধান্তমূলক’ বলে প্রশংসা করেছেন।
রাশিয়া পরে দাবি করেছে যে, জেটগুলো এস্তোনিয়ার আকাশসীমায় প্রবেশ করেনি এবং অন্য দেশের সীমান্ত লঙ্ঘন না করে পরিচালিত হয়েছে। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় বলেছে, জেটগুলো কেরেলিয়া থেকে কালিনিনগ্রাদ অঞ্চলের একটি বিমানঘাঁটিতে যাওয়ার পথে বাল্টিক সাগরের ওপর দিয়ে উড়েছে এবং এস্তোনিয়ার উত্তরের সীমান্তের থেকে তিন কিলোমিটারের বেশি দূরে ছিল।