জুলাই জাতীয় সনদ-সহ ৫দফা দাবিতে রাজশাহীতে জামায়াতের বিক্ষোভ সমাবেশ

আপলোড সময় : ১৯-০৯-২০২৫ ০৮:৩৫:১৮ অপরাহ্ন , আপডেট সময় : ১৯-০৯-২০২৫ ০৮:৩৫:১৮ অপরাহ্ন
বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল এ্যাড. মোয়াজ্জেম হোসেন হেলাল বলেছেন, পিআর পদ্ধতি নির্বাচনের মাধ্যমেই দেশ থেকে চিরতরে ফ্যাসিজমের পথ রুদ্ধ করা সম্ভব। এই অন্তর্বর্তীকালীন সরকারই জুলাই সনদ বাস্তবায়নের সবচেয়ে উপযুক্ত সরকার।

তিনি সরকারের উদ্দেশ্যে বলেন, কোনো সংকট তৈরি না করে জুলাই সনদের ভিত্তিতে নির্বাচন দিন। বিদ্যমান কাঠামোতে আবারো নির্বাচন হলে ফ্যাসিজম জন্ম নেবে, আরেকটি হাসিনা সরকার প্রতিষ্ঠিত হবে।”

শুক্রবার (১৯ সেপ্টেম্বর) বিকেল ৫টায় রাজশাহী নগরীর সাহেব বাজার বড় মসজিদের সামনে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বাংলাদেশ জামায়াতে ইসলামী রাজশাহী মহানগরীর উদ্যোগে ৫ দফা দাবিতে এ বিক্ষোভ-পূর্ব সমাবেশ অনুষ্ঠিত হয়।

এ্যাড. হেলালের বক্তব্যে বলেন, দেশের অগ্রগতির জন্য সুষ্ঠু নির্বাচন অপরিহার্য। একটি বিশেষ মহলের প্রভাবে সমতা নিশ্চিত হচ্ছে না।
বিকৃত ড্রাফট সংশোধন না হলে দেশ মহাবিপর্যয়ে পড়বে। সরকারের পদক্ষেপ শুভঙ্করের ফাঁকি ছাড়া আর কিছু নয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন,  ড. মাওলানা কেরামত আলী, তিনি কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও মহানগর আমীর।

সঞ্চালনা ছিলেন, ইমাজ উদ্দিন মন্ডল, তিনি মহানগর সেক্রেটারি এবং গোলাম মোর্তুজা, জেলা সেক্রেটারি।
সমাবেশে আরও উপস্থিত ছিলেন, এ্যাড. আবু মোহাম্মদ সেলিম, নায়েবে আমীর, মহানগর জামায়াত, ডা. মোহাম্মদ জাহাঙ্গীর, রাজশাহী সদর আসনের প্রার্থী, অধ্যাপক আব্দুল খালেক, জেলা আমীর, অধ্যক্ষ শাহাদৎ হোসাইন, সহকারী সেক্রেটারি, অধ্যক্ষ মাহবুবুল আহসান বুলবুল, সহকারী সেক্রেটারি, জসিম উদ্দিন সরকার, সাংগঠনিক সম্পাদক, অধ্যাপক সারওয়ার জাহান প্রিন্স, ব্যবসায়ী কল্যাণ সেক্রেটারি, অধ্যাপক আবুল কালাম আজাদ, ত্রাণ সম্পাদক ও রাজশাহী-৩ আসনের প্রার্থী ও নুরুজ্জামান লিটন, রাজশাহী-৫ আসনের প্রার্থী।

বার্তা প্রেরক :
তাহসীনুল আমিন রাহী
প্রচার ও মিডিয়া বিষয়ক সম্পাদক
বাংলাদেশ জামায়াতে ইসলামী (উলামা বিভাগ),
রাজশাহী মহানগর

সম্পাদকীয় :

Publisher & Editor :Md. Abu Hena Mostafa Zaman

Mobile No: 01971- 007766; 01711-954647

রাজশাহীর সময় অনলাইন নিউজ পোর্টাল আবেদনকৃত চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর, ঢাকা ।

অফিস :

Head office: 152- Aktroy more ( kazla)-6204 Thana : Motihar,Rajshahi

Email : [email protected],                    [email protected]