গুরুদাসপুরে গরু ব্যবসায়ীকে মারধর করে টাকা ছিনতাই

আপলোড সময় : ১৯-০৯-২০২৫ ০২:৪০:৪৯ অপরাহ্ন , আপডেট সময় : ১৯-০৯-২০২৫ ০২:৪০:৪৯ অপরাহ্ন
নাটোরের গুরুদাসপুরে গরু ব্যবসায়ী ফারুক মোল্লাকে মারধর ও গাড়ি ভাংচুর করে ৪ লাখ টাকা ছিনিতাইয়ের অভিযোগে থানায় ইউপি সদস্য আলম মোল্লা ও তার ছেলে রাজের বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে।

বৃহস্পতিবার রাত সাড়ে ৭টার দিকে উপজেলার নাজিরপুর সিএনজি স্ট্যান্ডে এ ঘটনা ঘটে। ফারুক হামলাইকোল গ্রামের হুসেন আলীর ছেলে।

জানা যায়, শুক্রবার সকালে গুরুদাসপুর থানায় বাদী হয়ে আলম ও তার ছেলেসহ ৬ জনের বিরুদ্ধে এজাহার দাখিল করেছেন ফারুক মোল্লা ও তার পরিবার। পরে স্থানীয় চলনবিল প্রেসক্লাবে আসামীদের দ্রুত গ্রেপ্তার ও বিচার দাবিতে সংবাদ সম্মেলন করেন তারা। এসময় তার চাচা হবিবর মোল্লা, ছোটভাই ফিরোজ মোল্লাসহ স্থানীয় লোকজন উপস্থিত ছিলেন।

ভুক্তভোগী ফারুক বলেন, ‘গরু বিক্রি করে বাড়ির ফেরার পথে ইউপি সদস্য আলম মোল্লা ও তার ছেলে রাজ মোল্লা তার ওপর আক্রমণ চালায়। তার গরু বহনকারী নসিমন গাড়িটিও ভাংচুর করে। এসময় তার কাছে থাকা ৪ লাখ টাকা ছিনিয়ে নেয়।’

অভিযুক্ত আলম বলেন, ‘আমার ছেলে রাজ চাঁচকৈড় থেকে জিম করে নাজিরপুর আসার পথে হামলাইকোল এলাকায় তাকে লাঞ্চিত ও গাড়িচাপা দেয়ার চেষ্টা করে ফারুকেরা। সন্ধ্যার পর ফারুক নাজিরপুর এলে তাকে চর-থাপ্পর দেয়া হয় মাত্র। বিষয়টি মিমাংসার চেষ্টা করছি।’

গুরুদাসপুর থানার অফিসার ইনচার্জ আসমাউল হক জানান, এ ব্যাপারে অভিযোগ পেয়েছি। আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।

সম্পাদকীয় :

Publisher & Editor :Md. Abu Hena Mostafa Zaman

Mobile No: 01971- 007766; 01711-954647

রাজশাহীর সময় অনলাইন নিউজ পোর্টাল আবেদনকৃত চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর, ঢাকা ।

অফিস :

Head office: 152- Aktroy more ( kazla)-6204 Thana : Motihar,Rajshahi

Email : [email protected],                    [email protected]