ভারতে সেনাবাহিনীর মতো ইউনিফর্ম পরে ব্যাংক থেকে ২০ কোটি রুপির স্বর্ণ লুট

আপলোড সময় : ১৭-০৯-২০২৫ ০৩:১৩:৪২ অপরাহ্ন , আপডেট সময় : ১৭-০৯-২০২৫ ০৩:১৩:৪২ অপরাহ্ন
ভারতে একটি ব্যাংকে অভূতপূর্ব ডাকাতির ঘটনা ঘটেছে। সেনা পোশাকের আদলে ইউনিফর্ম পরে ও আগ্নেয়াস্ত্র হাতে মুখোশধারী ডাকাতরা স্টেট ব্যাংক অব ইন্ডিয়ার (এসবিআই) একটি শাখায় ঢুকে স্বর্ণালঙ্কার ও নগদ অর্থ লুট করে।

পুলিশের তথ্য অনুযায়ী, তারা প্রায় ২০ কোটি রুপির গহনা ও এক কোটি রুপি নগদ নিয়ে পালিয়েছে। চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে দেশটির দক্ষিণাঞ্চলীয় রাজ্য কর্নাটকের চাদাচান শহরে।

বুধবার (১৭ সেপ্টেম্বর) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি।

সংবাদমাধ্যমটি বলছে, মঙ্গলবার সন্ধ্যায় এই ঘটনার সময় ডাকাতরা প্রথমে ব্যাংকের কর্মীদের জিম্মি করে, শাখা ব্যবস্থাপকসহ সবাইকে বেঁধে ফেলে টয়লেটে আটকে রাখে। এছাড়া কর্মী ও গ্রাহকদের হাত-পা প্লাস্টিক ব্যাগ দিয়ে বেঁধে ফেলা হয় যাতে কেউ নড়াচড়া করতে না পারে।

এরপর ডাকাতরা ব্যবস্থাপককে হুমকি দিয়ে নগদ অর্থের ভল্ট খুলতে বাধ্য করে। পরে কর্মীদের দিয়ে স্বর্ণালঙ্কারের লকার খুলিয়ে নেয়। একজন ডাকাত ব্যবস্থাপককে টাকা না দিলে হত্যার হুমকিও দেয়।

এরপর তারা ব্যাগ ভর্তি করে নগদ অর্থ ও গ্রাহকদের জমা রাখা স্বর্ণালঙ্কার নিয়ে দ্রুত পালিয়ে যায়। ঘটনার খবর পেয়ে চাদাচান থানার পুলিশ সুপার লক্ষ্মণ নিমবার্গি ও জ্যেষ্ঠ কর্মকর্তারা ঘটনাস্থলে পৌঁছান।

প্রাথমিক তদন্তে জানা যায়, ডাকাতরা ভুয়া নম্বরপ্লেট লাগানো একটি ভ্যান ব্যবহার করেছিল। লুটের পর তারা মহারাষ্ট্রের পান্ধারপুরের দিকে পালিয়ে যায়। পথে সোলাপুর জেলায় ঢুকে তাদের গাড়ি দুর্ঘটনার শিকার হয় এবং স্থানীয়দের সঙ্গে বাগবিতণ্ডায় জড়িয়ে পড়ে। পরে তারা লুট করা স্বর্ণালঙ্কার ও নগদ অর্থ নিয়ে আবারও পালিয়ে যায়।

বিজয়াপুরার পুলিশ সুপার লক্ষ্মণ নিমবার্গি বলেন, “অভিযুক্তরা ভুয়া নম্বরপ্লেটসহ একটি এক্কো ভ্যান ব্যবহার করেছিল। একটি মোটরসাইকেলের সঙ্গে দুর্ঘটনার পর তারা লুটের মাল নিয়ে সেখান থেকে পালিয়ে যায়।”

ডাকাতির এই ঘটনার পর মামলা দায়ের করা হয়েছে। কর্নাটক ও মহারাষ্ট্র পুলিশ যৌথভাবে অভিযানে নেমেছে বলেও প্রতিবেদনে জানানো হয়েছে।

সম্পাদকীয় :

Publisher & Editor :Md. Abu Hena Mostafa Zaman

Mobile No: 01971- 007766; 01711-954647

রাজশাহীর সময় অনলাইন নিউজ পোর্টাল আবেদনকৃত চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর, ঢাকা ।

অফিস :

Head office: 152- Aktroy more ( kazla)-6204 Thana : Motihar,Rajshahi

Email : [email protected],                    [email protected]