
রাজশাহীর গোদাগাড়ীতে বিএসটিআই কর্মকর্তাদের উপস্থিতিতে ভেজাল তেল এবং ওজনে কম দেয়ার অভিযোগে গোদাগাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এলাকার পেট্রোল পাম্প গুলোতে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে অভিযান পরিচালনা করেন।
এ সময় ভেজাল তেল বিক্রি এবং ওজনে কম দেয়ায় ৩টি পেট্রোল পাম্পকে মোট ২৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। গত ১৬ সেপ্টেম্বর মঙ্গলবার সকালে উপজেলার গোদাগাড়ী পৌরসভা ও মোহনপুর ইউনিয়ন এলাকায় মোবাইল কোর্ট পরিচালনা করেন ইউএনও ফয়সাল আহমেদ।
এ সময় পৌরসভার শ্রীমন্তপুর এলাকার আবুল কাশেমের মালিকানাধীন মেসার্স আবুল কাশেম এন্ড ব্রাদার্সকে ৫ হাজার টাকা, পৌরসভার রামনগর এলাকার আতাউর রহমানের মালিকানাধীন মেসার্স সাইফুল ইসলাম ফিলিং স্টেশনকে ১০ হাজার টাকা এবং মোহনপুর ইউপির জৈট্যাবটতলা এলাকার রবিউল ইসলামের মালিকানাধীন মেসার্স এস.আর ফিলিং স্টেশনকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।
এবিষয়ে গোদাগাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফয়সাল আহমেদ জানান, প্রতিষ্ঠানগুলোকে ওজন ও পরিমাণ মানদন্ড আইন ২০১৮ এর ২৯ এর ৪৬ ধারা অনুসারে তিন প্রতিষ্ঠানকে সর্বমোট ২৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
এদিকে স্থানীয়রা মোহনপুর ইউনিয়নের (ইউপি) জৈট্যাবটতলা এলাকার রবিউল ইসলামের মালিকানাধীন মেসার্স এস.আর ফিলিং স্টেশন বন্ধের দাবি করেছেন।স্থানীয়দের অভিযোগ,এই ফিলিং স্টেশনে দীর্ঘদিন যাবত ভেজাল তেল বিক্রি ও ওজনে কম দেয়া হচ্ছে।কিন্ত্ত গ্রাহকগণ কোনো প্রতিবাদ করতে পারছে না। কেউ কখানো প্রতিবাদ করতে গেলেই তাকে হেনস্তা করা হচ্ছে।তবে ফিলিং স্টেশন মালিক পক্ষ এসব অভিযোগ অস্বীকার করেছেন।
এ সময় ভেজাল তেল বিক্রি এবং ওজনে কম দেয়ায় ৩টি পেট্রোল পাম্পকে মোট ২৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। গত ১৬ সেপ্টেম্বর মঙ্গলবার সকালে উপজেলার গোদাগাড়ী পৌরসভা ও মোহনপুর ইউনিয়ন এলাকায় মোবাইল কোর্ট পরিচালনা করেন ইউএনও ফয়সাল আহমেদ।
এ সময় পৌরসভার শ্রীমন্তপুর এলাকার আবুল কাশেমের মালিকানাধীন মেসার্স আবুল কাশেম এন্ড ব্রাদার্সকে ৫ হাজার টাকা, পৌরসভার রামনগর এলাকার আতাউর রহমানের মালিকানাধীন মেসার্স সাইফুল ইসলাম ফিলিং স্টেশনকে ১০ হাজার টাকা এবং মোহনপুর ইউপির জৈট্যাবটতলা এলাকার রবিউল ইসলামের মালিকানাধীন মেসার্স এস.আর ফিলিং স্টেশনকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।
এবিষয়ে গোদাগাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফয়সাল আহমেদ জানান, প্রতিষ্ঠানগুলোকে ওজন ও পরিমাণ মানদন্ড আইন ২০১৮ এর ২৯ এর ৪৬ ধারা অনুসারে তিন প্রতিষ্ঠানকে সর্বমোট ২৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
এদিকে স্থানীয়রা মোহনপুর ইউনিয়নের (ইউপি) জৈট্যাবটতলা এলাকার রবিউল ইসলামের মালিকানাধীন মেসার্স এস.আর ফিলিং স্টেশন বন্ধের দাবি করেছেন।স্থানীয়দের অভিযোগ,এই ফিলিং স্টেশনে দীর্ঘদিন যাবত ভেজাল তেল বিক্রি ও ওজনে কম দেয়া হচ্ছে।কিন্ত্ত গ্রাহকগণ কোনো প্রতিবাদ করতে পারছে না। কেউ কখানো প্রতিবাদ করতে গেলেই তাকে হেনস্তা করা হচ্ছে।তবে ফিলিং স্টেশন মালিক পক্ষ এসব অভিযোগ অস্বীকার করেছেন।