বিসিএস পরীক্ষা উপলক্ষ্যে আরএমপির গণবিজ্ঞপ্তি

আপলোড সময় : ১৬-০৯-২০২৫ ০৯:৫৮:৩৩ অপরাহ্ন , আপডেট সময় : ১৬-০৯-২০২৫ ০৯:৫৮:৩৩ অপরাহ্ন
বাংলাদেশ সরকারী কর্ম কমিশন কর্তৃক আয়োজিত ৪৭তম বি.সি.এস. পরীক্ষার প্রিলিমিনারি টেস্ট (MCQ Type) বিষয়ে পরীক্ষা আগামী ১৯ সেপ্টেম্বর শুক্রবার সকাল ১০ টা হতে ১২ টা পর্যন্ত রাজশাহী মহানগরীর ৩৩টি কেন্দ্রে অনুষ্ঠিত হবে। 

পরীক্ষা চলাকালীন আইন-শৃঙ্খলা রক্ষা করার নিমিত্ত কিছু নিষেধাজ্ঞা আরোপ করেছে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ।

পরীক্ষা উপলক্ষ্যে আগামী ১৯ সেপ্টেম্বর ২০২৫ খ্রিস্টাব্দ পরীক্ষা চলকালীন রাজশাহী মেট্রোপলিটন পুলিশ আইন-১৯৯২ এর ২৯ (ক), ২৯ (খ), ৩০ ধারার অর্পিত ক্ষমতাবলে পরীক্ষা কেন্দ্রসমূহের চতুর্দিকে ২০০ (দুইশত) গজের মধ্যে সকল প্রকার মিছিল, মিটিং, সমাবেশ, বিক্ষোভ প্রদর্শন, মাইকিং, বিস্ফোরক দ্রব্য ও অস্ত্রশস্ত্র বহন নিষিদ্ধ করা হয়েছে। 

আইন অমান্যকারীদের বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

 পরীক্ষা কেন্দ্রসমূহ হলো: সরকারি টিচার্স ট্রেনিং কলেজ, বাজপাড়া, রাজশাহী; রাজশাহী সরকারি মহিলা কলেজ বোয়ালিয়া, রাজশাহী; রাজশাহী সরকারি মডেল স্কুল এন্ড কলেজ কাজিহাটা, রাজশাহী; রাজশাহী পলিটেকনিক ইনস্টিটিউট, বোয়ালিয়া, রাজশাহী; রাজশাহী শিক্ষা বোর্ড সরকারি মডেল স্কুল এন্ড কলেজ, বোয়ালিয়া, রাজশাহী; বরেন্দ্র কলেজ, বোয়ালিয়া, রাজশাহী; শাহ মখদুম কলেজ, বোয়ালিয়া, রাজশাহী; শহীদ মামুন মাহমুদ পুলিশ লাইনস স্কুল এন্ড কলেজ, রাজপাড়া, রাজশাহী; অগ্রণী বিদ্যালয় ও মহাবিদ্যালয়, রুয়েট চত্বর, মতিহার; রাজশাহী মহিলা পলিটেকনিক ইনস্টিটিউট, রাজশাহী; শহীদ আবুল হাসনাত মোহাম্মদ কামারুজ্জামান সরকারী ডিগ্রী কলেজ, রাজশাহী; রাজশাহী কোর্ট কলেজ, রাজশাহী; মাদার বখশ্ গার্হস্থ্য অর্থনীতি কলেজ, পদ্মা আবাসিক, রাজশাহী; রাজশাহী ক্যান্টমেন্ট বোর্ড স্কুল এন্ড কলেজ, বোয়ালিয়া, রাজশাহী; হাজী জমির উদ্দিন শাফিনা মহিলা কলেজ, লক্ষ্মীপুর, ভাটাপাড়া, রাজপাড়া, রাজশাহী; রাজশাহী কলেজিয়েট স্কুল, রাজশাহী; রাজশাহী সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়, হেলেনাবাদ, রাজশাহী; সরকারী প্রমথনাথ (পি.এন) বালিকা উচ্চ বিদ্যালয়, রাজশাহী; সিরোইল সরকারি উচ্চ বিদ্যালয়, বোয়ালিয়া, রাজশাহী; গভঃ ল্যাবরেটরী হাইস্কুল, রাজশাহী; শহীদ নজমুল হক বালিকা উচ্চ বিদ্যালয়, বোয়ালিয়া, রাজশাহী; রাজশাহী বহুমুখী বালিকা উচ্চ বিদ্যালয়, বোয়ালিয়া, রাজশাহী; মসজিদ মিশন একাডেমী (স্কুল এন্ড কলেজ), বড়কুঠি সড়ক, বোয়ালিয়া, রাজশাহী; রাজশাহী লোকনাথ উচ্চ বিদ্যালয়, বোয়ালিয়া, রাজশাহী; মিশন বালিকা উচ্চ বিদ্যালয়, বোলনপুর, বোয়ালিয়া, রাজশাহী; লক্ষীপুর বালিকা উচ্চ বিদ্যালয়, রাজপাড়া, রাজশাহী; রাজশাহী কোর্ট একাডেমী, রাজপাড়া, রাজশাহী; রাজশাহী দারুস সালাম কামিল মাদ্রাসা, রাজশাহী কোর্ট, রাজশাহী; রাজশাহী স্যাটেলাইট টাউন হাইস্কুল, বোয়ালিয়া, রাজশাহী; বালাজান নেসা বালিকা উচ্চ বিদ্যালয়, রাজপাড়া, রাজশাহী; রিভার ভিউ কালেক্টরেট স্কুল, রাজপাড়া, রাজশাহী; নিউ গভঃ ডিগ্রী কলেজ, রাজশাহী; রাজশাহী কলেজ, রাজশাহী। 

মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) আরএমপি পুলিশ কমিশনার মোহাম্মদ আবু সুফিয়ান কর্তৃক স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই নিষেধাজ্ঞা জারি করা হয়।

সম্পাদকীয় :

Publisher & Editor :Md. Abu Hena Mostafa Zaman

Mobile No: 01971- 007766; 01711-954647

রাজশাহীর সময় অনলাইন নিউজ পোর্টাল আবেদনকৃত চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর, ঢাকা ।

অফিস :

Head office: 152- Aktroy more ( kazla)-6204 Thana : Motihar,Rajshahi

Email : [email protected],                    [email protected]