নাটোর জেলার শ্রেষ্ঠ সহকারী শিক্ষক নির্বাচিত দেশসেরা উদ্ভাবনী শিক্ষকা আয়েশা আক্তার

আপলোড সময় : ১৫-০৯-২০২৫ ১০:০৪:২০ অপরাহ্ন , আপডেট সময় : ১৫-০৯-২০২৫ ১০:০৪:২০ অপরাহ্ন
শিক্ষক বাতায়নে দেশসেরা উদ্ভাবনী সেই শিক্ষক আয়েশা আক্তার এবার নাটোর জেলার শ্রেষ্ঠ গুণী সহকারী শিক্ষক নির্বাচিত হয়েছেন।

সোমবার জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা (চলতি দায়িত্বে) মো. আব্দুল হান্নান সাক্ষরিত এক চিঠিতে এ তথ্য জানা গেছে। আয়েশা আক্তার বাগাতিপাড়া উপজেলার ফাগুয়াড়দিয়াড় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক হিসেবে কর্মরত রয়েছেন।

জানা যায়, বিশ্ব শিক্ষক দিবস-২০২৫ উপলক্ষে উপজেলা পর্যায়ে সেরা গুণী নির্বাচিত হয়ে রোববার (১৪ সেপ্টেম্বর) জেলা পর্যায়ে মৌখিক পরীক্ষায় অংশ নেন। সেখানে শিক্ষক আয়েশা আক্তার জেলা পর্যায়ে প্রাথমিক বিদ্যালয়ের গুণী সহকারী শিক্ষক ক্যাটাগরিতে সেরা নির্বাচিত হন।

একই সাথে গুনী প্রধান শিক্ষক ক্যাটাগরিতে গুরুদাসপুর উপজেলার ১৮নং যোগেন্দ্রনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. শহিদুল ইসলাম শ্রেষ্ট নির্বাচিত হয়েছেন।

এর আগে গত বছরের জুন মাসে শিক্ষক আয়েশা আক্তার শিক্ষক বাতায়নে এটুআই (অ্যাকসেস ইনফরমেশন) বিভাগ থেকে দেশসেরা উদ্ভাবনী শিক্ষক নির্বাচিত হয়েছিলেন। এছাড়াও তিনি ওই একই বছরে শিক্ষক বাতায়নে জেলা অ্যাম্বাসেডর, মহিলা বিষয়ক অধিদফতরের জয়িতা অন্বেষনে বাংলাদেশ শীর্ষক কার্যক্রমে শিক্ষা ও চাকুরি ক্যাটাগরিতে জেলায় শ্রেষ্ঠ জয়িতা নির্বাচিত হন।

তিনি জানান, ২০১৬ সালে প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক হিসেবে যোগদান করে তিনি একই বিদ্যালয়ে কর্মরত আছেন। যোগদানের পর থেকেই শিশু শিক্ষার মানোন্নয়নে নানা কার্যক্রম পরিচালনা করে আসছেন। শিক্ষক বাতায়নে অর্ধশত কনটেন্ট, শতাধিক ব্লগ, অর্ধশত ভিডিও, বিভিন্ন উদ্ভাবনী আইডিয়াসহ ছবি, বিভিন্ন লেখা আপলোড করা আছে।

এছাড়াও তিনি ‘বসন্তের কোলাহল’ নামে যৌথ কাব্যগ্রন্থ, শিশুতোষ ছড়া ও কবিতাও লিখেছেন।

আয়েশা আক্তার উপজেলার দয়ারামপুরের মিশ্রিপাড়া গ্রামের বাসিন্দা। এবিষয়ে বাগাতিপাড়া উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা ড. সাবরিনা আনাম বলেন, জেলা পর্যায়ে তার শিক্ষক আয়েশা আক্তার শ্রেষ্ঠ গুণী সহকারী শিক্ষক নির্বাচিত হওয়ায় তাকে অভিনন্দন জানিয়েছেন।

সম্পাদকীয় :

Publisher & Editor :Md. Abu Hena Mostafa Zaman

Mobile No: 01971- 007766; 01711-954647

রাজশাহীর সময় অনলাইন নিউজ পোর্টাল আবেদনকৃত চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর, ঢাকা ।

অফিস :

Head office: 152- Aktroy more ( kazla)-6204 Thana : Motihar,Rajshahi

Email : [email protected],                    [email protected]