তাহসানপত্নী এবার শাড়িতে মুগ্ধতা ছড়াচ্ছেন

আপলোড সময় : ১৫-০৯-২০২৫ ০৮:৪৯:৩২ অপরাহ্ন , আপডেট সময় : ১৫-০৯-২০২৫ ০৮:৪৯:৩২ অপরাহ্ন
দেশের শোবিজ অঙ্গনের অন্যতম গ্ল্যামার গার্ল তাহসান খানের পত্নী রোজা আহমেদ। নিজের স্টাইল দিয়ে আবারও আলোচনায় রোজা। সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ সরব তিনি। নিয়মিত ব্যক্তিগত বিষয় শেয়ার করেন ভক্তদের সঙ্গে।  এবার রঙিন শাড়িতে ছবি দিয়ে ভক্তদের নজর কাড়লেন রোজা। 

এর আগে তাহসান পত্নীকে ওয়েস্টার্নে কিংবা টপসে, কখনো ট্রাডিশনাল স্যালোয়ারে বা গাউনে দেখা গেছে। শাড়িতেও ধরা দিয়েছিলেন এই সুন্দরী। তবে বিয়ের শাড়িতেই দেখা মিলেছিল প্রথম। এবার ভিন্নভাবে, আকর্ষণীয় লুকে শাড়িতে দেখা গেল তাকে। 

রোজা আহমেদ প্রায়ই ভক্তদের মাঝে তার স্টাইলিশ লুক শেয়ার করে থাকেন। এর ধারাবাহিকতায় রোববার রাতে দুটি নতুন ছবিতে নিজেকে ধরা দিলেন তিনি। 

ছবিতে দেখা গেছে, হালকা ধাঁচের একটি হলুদ শিফন শাড়িতে নিজেকে সাজিয়েছেন রোজা। শাড়িটির মূল জমিন হলুদাভ হলেও এতে রয়েছে গোলাপি ও অন্যান্য শৈল্পিক ছোঁয়া, যা এটিকে একটি নান্দনিক রূপ দিয়েছে।  

এর সঙ্গে মিলিয়ে পরেছেন একটি উজ্জ্বল হলুদ রঙের ভি-নেক ব্লাউজ। সাজে রেখেছেন স্নিগ্ধতার ছোঁয়া; স্মোকি চোখ আর ন্যুড লিপস্টিকে হয়ে ওঠেন আকর্ষণীয়। সঙ্গে খোলা চুলে তার সৌন্দর্য যেন আরও বেড়ে গেছে বহুগুণ।  দুটি ছবির একটিতে এক হাত চুলে দিয়ে আনমনা ভঙ্গিতে পোজ দিয়েছেন রোজা, অন্যটিতে মৃদু হাসিতে তাকিয়ে আছেন অন্যদিকে। রঙিন শাড়িতে তার এই মোহনীয় রূপ আর মনোমুগ্ধকর চাহনি ভক্তদের মন যে রাঙিয়ে দিয়েছেন, তা বলা বাহুল্য।  

ছবি দুটি পোস্ট করার সঙ্গে সঙ্গে তা সামাজিক মাধ্যমে ভাইরাল হয়ে যায়। ভক্তরা শুধু তার রূপের প্রশংসা করছেন। একজন ভক্ত লিখেছেন, ‘সত্যিকারের সৌন্দর্য’। 

আরেকজন মন্তব্য করেছেন, ‘আপনাকে পরীর মতো লাগছে।’ কেউ কেউ তার রঙিন শাড়ির সৌন্দর্যেরও আলাদা করে প্রশংসা করেছেন। 

চলতি বছর দেশের জনপ্রিয় সংগীতশিল্পী ও অভিনেতা তাহসান খানের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হওয়ার পর মূলত আলোচনায় আসেন রোজা আহমেদ। ব্যক্তিগত জীবন ও পেশাগত সাফল্যের পাশাপাশি রোজার শিক্ষাগত অর্জনও সমানভাবে প্রশংসনীয়। নিউইয়র্ক ইউনিভার্সিটি থেকে কসমেটোলজিতে পড়াশোনা সম্পন্ন করেছেন তিনি। কসমেটোলজি লাইসেন্স অর্জনের পর নিউইয়র্কের কুইন্সে প্রতিষ্ঠা করেছেন ‘রোজাস ব্রাইডাল মেকওভার’। তার এই উদ্যোগ স্থানীয়ভাবে যেমন জনপ্রিয়, তেমনি আন্তর্জাতিক পর্যায়েও প্রশংসিত। 

সম্পাদকীয় :

Publisher & Editor :Md. Abu Hena Mostafa Zaman

Mobile No: 01971- 007766; 01711-954647

রাজশাহীর সময় অনলাইন নিউজ পোর্টাল আবেদনকৃত চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর, ঢাকা ।

অফিস :

Head office: 152- Aktroy more ( kazla)-6204 Thana : Motihar,Rajshahi

Email : [email protected],                    [email protected]