সড়ক দুর্ঘটনায় সাংবাদিক পুলিশসহ নিহত ৪

আপলোড সময় : ১৫-০৯-২০২৫ ০৭:৫৭:৪৬ অপরাহ্ন , আপডেট সময় : ১৫-০৯-২০২৫ ০৭:৫৭:৪৬ অপরাহ্ন
যশোরে পৃথক সড়ক দুর্ঘটনায় সাংবাদিক, পুলিশসহ ৪ জন নিহত হয়েছেন। এরমধ্যে যশোর-নড়াইল মহাসড়কের ভাঙ্গুড়া বাজারের কাছে দুর্ঘটনায় তিনজন এবং যশোর-বেনাপোল মহাসড়কের পারবাজার এলাকায় একজন নিহত হয়েছেন। 

ভাঙ্গুড়া বাজারের কাছে দুর্ঘটনায় ডেইলি ইভনিং নিউজের সিনিয়র করেসপন্ডেন্ট এইচএম জাফর আলী (৪৫), পুলিশের এসআই নিক্কন আঢ্য (৩৫) এবং আক্তার হোসেন (৪৭) এবং পারবাজারে পিকআপ চালক রুহুল কুদ্দুস (৪৭) নিহত হন।

পুলিশ ও হাসপাতাল সূত্রে জানা গেছে, রোববার (১৪ সেপ্টেম্বর) রাত ১১টার দিকে ঢাকা থেকে যশোরমুখী একটি যাত্রীবাহী বাস দাঁড়িয়ে থাকা বাঁশ বোঝাই একটি ট্রাককে পেছন থেকে ধাক্কা দিলে হতাহতের এ ঘটনা ঘটে।

যশোর জেনারেল হাসপাতালে দায়িত্বরত পুলিশ সদস্যরা জানান, বাঘারপাড়ার ভাঙ্গুড়া বাজারের কাছে মহাসড়কে বাঁশবোঝাই একটি ট্রাক দাঁড়িয়ে ছিল। ঢাকা থেকে যশোরমুখী ‘নড়াইল এক্সপ্রেসের’ একটি বাস রাত ১১টার দিকে ট্রাকটিকে পেছন থেকে ধাক্কা দেয়। এতে গ্লাস ভেঙে বাঁশের অগ্রভাগ ঢুকে পড়ে বাসের মধ্যে।

দুর্ঘটনার পরপরই ভাঙ্গুড়া বাজারে থাকা লোকজন দ্রুত উদ্ধার তৎপরতা শুরু করে। বাসযাত্রী আক্তার হোসেনকে মৃত অবস্থায় পান উদ্ধারকারীরা। গুরুতর আহত আবু জাফর ও নিক্কন আঢ্য নামে দুইজনকে যশোর জেনারেল হাসপাতালে পাঠানো হয়।

জেনারেল হাসপাতালের জরুরি বিভাগে দায়িত্বরত চিকিৎসক জুবায়ের আহমেদ জানান, আবু জাফর পথেই মারা যান। আর নিক্কন আঢ্যর অবস্থা সংকটাপন্ন। উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় রেফার করা হয়েছে।

তুলারামপুর হাইওয়ে পুলিশের ইন্সপেক্টর শেখ সেকেন্দার আলী জানিয়েছেন, নিক্কন আঢ্যকে ঢাকায় নেওয়ার পথে তার মৃত্যু হয়।

নিহত আক্তার হোসেন যশোর সদরের বসুন্দিয়া গ্রামের আহমদ আলীর ছেলে। নিহত এইচএম আবু জাফর যশোর শহরতলীর ভেকুটিয়া এলাকার আব্দুল মজিদের ছেলে এবং ডেইলি ইভনিং নিউজের সিনিয়র করেসপন্ডেন্ট।

যশোর জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক প্রকৌশলী রবিউল ইসলাম জানান, জাফর স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটির সাবেক সহ-সাধারণ সম্পাদক। 

গুরুতর আহত নিক্কন আঢ্য যশোরের বাঘারপাড়া উপজেলার ছাতিয়ানতলা গ্রামের নিশিকান্ত আঢ্যর ছেলে। তিনি নড়াইলের লাহুড়িয়া পুলিশ তদন্ত কেন্দ্রে উপপরিদর্শক ছিলেন।

অপরদিকে, সোমবার ভোরে যশোর-বেনাপোল মহাসড়কের পারবাজার এলাকায় বেনাপোলমুখী যাত্রীবাহী বাসের (ঢাকা মেট্রো গ-১২-৩৬৯৩) সঙ্গে বিপরীতমুখী একটি পিকআপের (যশোর না -১১-০৩৯৪) মুখোমুখি সংঘর্ষে পিকআপচালক রুহুল কুদ্দুস ঘটনাস্থলে মারা যান।

নাভারণ হাইওয়ে থানার ওসি রোকনুজ্জামান বলেন, পৃথক সড়ক দুর্ঘটনায় সাংবাদিক, পুলিশসহ ৪ জনের মৃত্যু হয়েছে। বাস ও পিকআপ জব্দ করা হয়। বাসের চালক ও হেলপার পালিয়ে গেছে।

সম্পাদকীয় :

Publisher & Editor :Md. Abu Hena Mostafa Zaman

Mobile No: 01971- 007766; 01711-954647

রাজশাহীর সময় অনলাইন নিউজ পোর্টাল আবেদনকৃত চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর, ঢাকা ।

অফিস :

Head office: 152- Aktroy more ( kazla)-6204 Thana : Motihar,Rajshahi

Email : [email protected],                    [email protected]