ডিগ্রী পরীক্ষা উপলক্ষ্যে আরএমপির গণবিজ্ঞপ্তি

আপলোড সময় : ১৪-০৯-২০২৫ ১০:৩২:৩২ অপরাহ্ন , আপডেট সময় : ১৪-০৯-২০২৫ ১০:৩২:৩২ অপরাহ্ন
জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিনে ২০২৩ সালে ডিগ্রী পাশ ও সার্টিফিকেট কোর্স ৩য় বর্ষ পরীক্ষা নিন্ম বর্ণিত ০৩ (তিন) টি পরীক্ষা কেন্দ্রে আগামীকাল ১৫ সেপ্টেম্বর ২০২৫ খ্রিস্টাব্দ হতে ২৩ অক্টোবর ২০২৫ খ্রিস্টাব্দ পরীক্ষা অনুষ্ঠিত হবে।

উক্ত পরীক্ষা চলাকালীন আইন-শৃঙ্খলা রক্ষা করার নিমিত্ত কিছু নিষেধাজ্ঞা আরোপ করেছে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ।

পরীক্ষা উপলক্ষ্যে আগামীকাল ১৫ সেপ্টেম্বর ২০২৫ খ্রিস্টাব্দ হতে ২৩ অক্টোবর ২০২৫ খ্রিস্টাব্দ পরীক্ষা চলকালীন রাজশাহী মেট্রোপলিটন পুলিশ আইন-১৯৯২ এর ২৯ (১) এর (ক) ও ২৯ (১) এর (খ) এবং ৩০ ধারার অর্পিত ক্ষমতাবলে পরীক্ষা কেন্দ্রসমূহের চতুর্দিকে ২০০ (দুইশত) গজের মধ্যে সকল প্রকার মিছিল, মিটিং, সমাবেশ, বিক্ষোভ প্রদর্শন, মাইকিং, বিস্ফোরক দ্রব্য ও অস্ত্রশস্ত্র বহন নিষিদ্ধ করা হয়েছে। 

আইন অমান্যকারীদের বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

পরীক্ষা কেন্দ্রসমূহ হলো: রাজশাহী সরকারি সিটি কলেজ, রাজশাহী; রাজশাহী নিউ গভ: ডিগ্রী কলেজ, রাজশাহী ও রাজশাহী সরকারি মহিলা কলেজ, রাজশাহী।

আজ ১৪ সেপ্টেম্বর ২০২৫ খ্রিষ্টাব্দ আরএমপি পুলিশ কমিশনার মোহাম্মদ আবু সুফিয়ান কর্তৃক স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই নিষেধাজ্ঞা জারি করা হয়।

সম্পাদকীয় :

Publisher & Editor :Md. Abu Hena Mostafa Zaman

Mobile No: 01971- 007766; 01711-954647

রাজশাহীর সময় অনলাইন নিউজ পোর্টাল আবেদনকৃত চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর, ঢাকা ।

অফিস :

Head office: 152- Aktroy more ( kazla)-6204 Thana : Motihar,Rajshahi

Email : [email protected],                    [email protected]