ঘরের নানাবিধ কাজে ব্যবহার করুন কাগজের থলে, বাড়ি ও পরিবেশ হবে জঞ্জালমুক্ত

আপলোড সময় : ১৪-০৯-২০২৫ ০৩:০০:৫২ অপরাহ্ন , আপডেট সময় : ১৪-০৯-২০২৫ ০৩:০০:৫২ অপরাহ্ন
পোশাক থেকে কাঁচা মাংস, টাটকা সব্জি থেকে রেডিমেড খাবার, দ্রুত ডেলিভারির যুগে প্রতি দিনই বাড়িতে জমছে কাগজের ব্যাগ। অজান্তেই ঘরে প্রবেশ করছে একের পর এক বাদামি রঙের থলে। বাড়িতে বেড়েই চলেছে জঞ্জাল। বাইরে ফেলে দিয়ে পরিবেশে ভিড় না বাড়িয়ে কয়েকটি সহজ ও কার্যকরী উপায়ে এই ব্যাগগুলি ব্যবহার করতে পারেন। তাতে ঘরের কাজে উপকার মিলবে। নতুন নতুন রূপে হাজির করাতে পারেন থলেগুলি। জেনে নিন কী কী ভাবে।

ময়লা ফেলার বালতিতে ব্যবহার করুন: ময়লা ফেলার বালতি বা ডাস্টবিনে ময়লা ফেলে দেন। ময়লা শুকনো হলে ঝক্কি কম। কিন্তু আর্দ্র হলে ডাস্টবিন থেকে ময়লা ফেলার কাজ অনেকটাই কঠিন হয়ে দাঁড়ায়। তা ছাড়া ডাস্টবিন ধীরে ধীরে অস্বাস্থ্যকর হয়ে যায়, পরিষ্কার করাও কঠিন মনে হতে পারে। তাই ডাস্টবিনের ভিতরে কাগজের ব্যাগ দিয়ে মুড়িয়ে দিতে পারেন। ডাস্টবিন ভরে গেল কেবল থলেটুকু খুলে ফেলে দিলেই হবে। প্লাস্টিকের বদলে এই থলেগুলি ব্যবহার করলে খানিক অংশে সুবিধাজনক বটে।

উপহার মোড়াতে: বই, ছোটখাটো সামগ্রী বা উপহার মোড়াতে কাজে আসে এই ধরনের থলে। চাইলে রং-তুলি দিয়ে আঁকিবুঁকিও কেটে নিতে পারেন কভারগুলিকে সুন্দর করে তুলতে।

ভ্রমণের সময়ে ব্যবহার: জামাকাপড়, জুতো বা ছোট জিনিসপত্র আলাদা করে গুছিয়ে রাখতে এই ব্যাগ উপকারী। এতে ব্যাগের ভিতর জিনিস খুঁজে পাওয়া সহজ হয়।

খাতা বানানো: কেউ কেউ পুরোনো কাগজের থলি কেটে কেটে নোটবুক বানাতে পছন্দ করেন। চাইলে আপনিও কয়েকটি ব্যাগ কেটে একসঙ্গে বাঁধিয়ে নিতে পারেন। এতে খাতা কেনার খরচ কমবে। পরিবেশও খানিক উপকৃত হবে।

যে কারণে এই অভ্যাস প্রয়োজন ঘরে ঘরে-
· এর ফলে ঘর অগোছালো হয় না।
· বার বার প্লাস্টিক ব্যবহার কমে।
· কাগজের পুনর্ব্যবহার হলে পরিবেশের ক্ষতি অনেকটাই কমানো যায়।
· জীবন ও যাপনকে অনেক বেশি টেকসই বানানো যায়।

সামান্য ভাবনাচিন্তা ও সৃজনশীলতায় এগুলি আপনার রোজের জীবনকে আরও গুছিয়ে তুলতে পারে। গৃহসজ্জা হোক বা পরিবেশের উপকার— কাগজের থলেগুলিকেই ব্যবহার করতে পারেন নানা উপায়ে।

সম্পাদকীয় :

Publisher & Editor :Md. Abu Hena Mostafa Zaman

Mobile No: 01971- 007766; 01711-954647

রাজশাহীর সময় অনলাইন নিউজ পোর্টাল আবেদনকৃত চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর, ঢাকা ।

অফিস :

Head office: 152- Aktroy more ( kazla)-6204 Thana : Motihar,Rajshahi

Email : [email protected],                    [email protected]