অনেক আগে থেমে গেছেন কোহলি, বললেন শেহওয়াগ

আপলোড সময় : ২৪-০৫-২০২৫ ০২:২৬:৫৪ অপরাহ্ন , আপডেট সময় : ২৪-০৫-২০২৫ ০২:২৬:৫৪ অপরাহ্ন

টেস্ট ক্রিকেটের দীর্ঘ যাত্রা হুট করেই থামিয়ে দিয়েছেন বিরাট কোহলি। ২৬৯ নম্বর জার্সির পথচলায় কত রহস্য, কত গল্প, শত রেকর্ড আর হাজারো স্মৃতি—সব এখন অতীত। ভারত তথা সময়ের অন্যতম সেরা ক্রিকেটারের এই থেমে যাওয়া মেনে নিতে পারেননি অনেকে। বিষয়টি আইপিএলের একটি ইনিংস দেখে আরেকবার মনে করেছেন বীরেন্দ্র শেহওয়াগ।

শুক্রবার রাতে সানরাইজার্স হায়দ্রবাদের বিপক্ষে হেরে গেছে আরসিবি। তবে দুইশ ছাড়ানো লক্ষ্যে কোহলি ছিলেন দাপুটে। ২৫ বলে খেলেছেন ৪৩ রানের ইনিংস। ওই ম্যাচটি দেখে শেহওয়াগ বলেছেন, কোহলি অনেক আগেই টেস্ট খেলাটা ছেড়ে দিল। চাইলে আরও অন্তত দুই বছর খেলতে পারত।

শেহওয়াগ বলেছেন, ‘নিশ্চিতভাবেই মনে করি, টেস্ট ক্রিকেট থেকে সে অনেক আগে অবসর নিয়েছে। যে যেভাবে ফিটনেস মেনে চলে তাতে চাইলেই আরও দুই বছর খেলতে পারত। কিন্তু কোহলি জানে কেন এবং কি কারণে তিনি এই ঘোষণা দিয়েছেন। সব খেলোয়াড়েরই এটি নিজস্ব ইচ্ছা, হয়ত ক্লান্ত বোধ করত তিনি।’

সাদা পোশাকের ক্রিকেটকে বিদায় বলার আগে কোহলি নিজেকে অনেক রেকর্ডে চূড়ায় বসিয়েছেন। দেশের হয়ে ১২৩টি টেস্ট খেলে ৯২৩০ রান করেছেন। ১০ হাজার রানের থেকে মাত্র ৭৭০ রান আগেই থেমেছেন। ৪৬.৮৫ গড়ে ব্যাট করে ৩০টি শতরান এবং ৩১টি অর্ধশতরান। বিশ্বের চতুর্থ সফলতম টেস্ট অধিনায়ক ছিলেন কোহলি।

এতশত রেকর্ড যার দখলে, তাকে আরও কিছুদিন দেখতে চাইছিলেন শেহওয়াগ। বিশেষ করে আইপিএলে তার উড়ন্ত ফর্ম প্রমাণ করছে, সে ফুরিয়ে যায়নি। সাবেক তারকা ওপেনার বলেছেন, ‘আমার মতে, সে যেভাবে খেলছে, যেভাবে এনার্জি দেখাচ্ছে, তাতে সন্দেহাতীতভাবেই দুই বছর খেলতে পারত।

সম্পাদকীয় :

Publisher & Editor :Md. Abu Hena Mostafa Zaman

Mobile No: 01971- 007766; 01711-954647

রাজশাহীর সময় অনলাইন নিউজ পোর্টাল আবেদনকৃত চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর, ঢাকা ।

অফিস :

Head office: 152- Aktroy more ( kazla)-6204 Thana : Motihar,Rajshahi

Email : [email protected],                    [email protected]