সিরাজগঞ্জে অর্ধ লক্ষ টাকার জাল নোট-সহ নোট কারবারী আটক

আপলোড সময় : ১০-০৯-২০২৫ ১০:২৯:৩৩ অপরাহ্ন , আপডেট সময় : ১০-০৯-২০২৫ ১০:২৯:৩৩ অপরাহ্ন
সিরাজগঞ্জে ৪৮,৫০০ টাকা মূল্যের জাল নোট-সহ মোঃ রঞ্জু আহমেদ (৪০) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে র‌্যাব-১২। এ সময় তার কাছ থেকে জাল নোট কারবার থেকে উপার্জিত ৮,৯৯০ টাকা, একটি মোবাইল ফোন এবং একটি মোটরসাইকেলও জব্দ করা হয়।

বুধবার বিকাল সাড়ে ৫টায় সদর থানাধীন সদানন্দপুর (কড্ডার মোড়) এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

র‌্যাব-১২ এর অধিনায়ক জানান, গোপন সংবাদের ভিত্তিতে কড্ডার মোড়ে নাটোর থেকে ঢাকাগামী মহাসড়কের পাশে শ্যামলী পরিবহন কাউন্টারের সামনে অভিযান চালিয়ে রঞ্জু আহমেদকে গ্রেফতার করা হয়। এ সময় তার কাছ থেকে ২৯টি ১০০০ টাকার নোট, ৩১টি ৫০০ টাকার নোট এবং ২০টি ২০০ টাকার নোটসহ মোট ৮০টি জাল নোট উদ্ধার করা হয়। এছাড়াও, তার হেফাজতে থাকা ১০১টি আসল নোট, একটি মোবাইল ফোন ও একটি মোটরসাইকেল জব্দ করা হয়।

জিজ্ঞাসাবাদে রঞ্জু আহমেদ স্বীকার করেছে, সে দীর্ঘদিন ধরে সিরাজগঞ্জ জেলা ও আশেপাশে জাল নোটের ব্যবসা করে আসছিল। তার বিরুদ্ধে ইতিপূর্বেও জাল নোট কারবারের সঙ্গে জড়িত থাকার অভিযোগে মামলা রয়েছে।

গ্রেফতারকৃত রঞ্জু আহমেদের বিরুদ্ধে সিরাজগঞ্জ সদর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

সম্পাদকীয় :

Publisher & Editor :Md. Abu Hena Mostafa Zaman

Mobile No: 01971- 007766; 01711-954647

রাজশাহীর সময় অনলাইন নিউজ পোর্টাল আবেদনকৃত চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর, ঢাকা ।

অফিস :

Head office: 152- Aktroy more ( kazla)-6204 Thana : Motihar,Rajshahi

Email : [email protected],                    [email protected]