ইনস্টাগ্রামের জনপ্রিয় ফিচার এখন হোয়াটসঅ্যাপে

আপলোড সময় : ০৫-০৯-২০২৫ ০১:৩৫:২০ অপরাহ্ন , আপডেট সময় : ০৫-০৯-২০২৫ ০১:৩৫:২০ অপরাহ্ন
এবার জনপ্রিয় সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ইনস্টাগ্রামের ফিচার পাবেন হোয়াটসঅ্যাপে। বার্তা আদান-প্রদান কিংবা ছবি-অফিসের জরুরি ফাইল পাঠাতে হোয়াটসঅ্যাপ অ্যাপ ব্যবহার করছেন। আপনার আমার মতো কয়েকশ কোটি মানুষ প্রতিনিয়ত হোয়াটসঅ্যাপ ব্যবহার করতে প্রতিদিন। প্রতিদিন গড়ে প্রায় ১০০ বিলিয়নের বেশি মেসেজ আদান-প্রদান হয় হোয়াটসঅ্যাপে।

ধরুন মন খারাপ কিংবা কিছু নিয়ে খুব খুশি। এই ভালো খারাপ সবকিছু ভাগ করে নিতে চান কারো সঙ্গে। কিন্তু হাত বাড়িয়ে তেমন কাউকেই পাচ্ছেন না। এসন সোশ্যাল মিডিয়াই পরম বন্ধু। মনের কথা প্রকাশের একটা সহজ রাস্তা, স্ট্যাটাস আপডেট। কিন্তু সেখানেও সমস্যা, যদি চোখে পড়ে যায় এমন কারো যাকে দেখাতে চান না। এই সমস্যা সমাধানে হোয়াটসঅ্যাপে আসছে নয়া ফিচার ‘ক্লোজ ফ্রেন্ড’। যা অনেকদন থেকেই ব্যবহার করছেন ইনস্টাগ্রাম ব্যবহারকারীরা।

এতদিন হোয়াটসঅ্যাপে স্ট্যাটাস শেয়ারের ক্ষেত্রে মিলত তিনটি অপশন। ‘মাই কন্ট্যাক্টস’- অর্থাৎ কন্টাক্ট লিস্টে থাকা সবাই দেখতে পাবেন স্ট্যাটাস। ‘মাই কন্টাক্টস এক্সসেপ্ট’-অর্থাৎ কে কে দেখতে পাবেন না। তৃতীয় অপশন হলো ‘অনলি শেয়ার উইথ’-এতে বাছাই করা লোকেরাই দেখতে পায় স্ট্যাটাস।

এবার আসছে নতুন অপশন, ‘ক্লোজ ফ্রেন্ড’। এবার ওই তালিকায় সিলেক্ট করতে পারবেন ঘনিষ্ঠবৃত্তের বন্ধুদের। তাদের সিলেক্ট করে যা স্ট্যাটাসে দেবেন, তা শুধু বন্ধুরাই দেখতে পাবেন। এক্ষেত্রেও ২৪ ঘণ্টাই দেখা যাবে স্ট্যাটাস।

হোয়াটসঅ্যাপের ব্যবহার ও গুরুত্ব যে প্রতিমুহূর্তে বাড়ছে তা বলাই বাহুল্য। শুধু আড্ডা নয়, অফিসিয়াল বহু কাজ এখন করা হয় এই অ্যাপেই। সেই কারণেই প্রতি নিয়ম অ্যাপটি আপডেট করে চলছে সংস্থা। উদ্দেশ্য একটাই, অ্যাপটিকে আরও আকর্ষণীয় করে তোলা।

সম্পাদকীয় :

Publisher & Editor :Md. Abu Hena Mostafa Zaman

Mobile No: 01971- 007766; 01711-954647

রাজশাহীর সময় অনলাইন নিউজ পোর্টাল আবেদনকৃত চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর, ঢাকা ।

অফিস :

Head office: 152- Aktroy more ( kazla)-6204 Thana : Motihar,Rajshahi

Email : [email protected],                    [email protected]