পূজোয় কঠোর পুলিশ প্রশাসনের নজরদারি থাকবে- এএসপি সার্কেল

আপলোড সময় : ০৪-০৯-২০২৫ ০৯:৩৮:২৫ অপরাহ্ন , আপডেট সময় : ০৪-০৯-২০২৫ ০৯:৩৮:২৫ অপরাহ্ন
শারদীয় দুর্গাপূজা বাংলাদেশের একটি ঐতিহ্যবাহী ধর্মীয় উৎসব। এ উৎসবকে ঘিরে যাতে কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে সে বিষয়ে পুলিশ প্রশাসন কঠোর নজরদারিতে থাকবে।

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল থানা চত্বরে বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) বিকালে অনুষ্ঠিত শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণভাবে উদযাপন নিশ্চিত করতে উপজেলার ৫৫ টি পূজা মণ্ডপের সভাপতি- সম্পাদক ও থানা পুলিশের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে সহকারী পুলিশ সুপার (রাণীশংকৈল সার্কেল) স্নেহাশীষ কুমার দাস 
এসব কথা বলেন। তিনি আরো বলেন, আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশ সর্বদা প্রস্তুত থাকবে।

প্রতিটি পূজা মণ্ডপে, মণ্ডপের কমিটিসহ স্বেচ্ছাসেবক নিয়োজিত থাকবে। এবং পুলিশের পাশাপাশি আনসার ও গ্রাম পুলিশও দায়িত্ব পালন করবে। পূজার সময়কালীন প্রত্যেক মণ্ডপে পুলিশি টহল ও পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করা হবে। এটি শুধু হিন্দু সম্প্রদায়ের নয়,এটি একটি সার্বজনীন উৎসব। সবাই মিলে- মিশে এ উৎসব উদযাপন করতে হবে। মতবিনিময় সভার সভাপতি থানা অফিসার ইনচার্জ (ওসি) মুহ.আরশেদুল হক তার বক্তব্যে বলেন, আপনাদের যে কোনো সমস্যা বা আশঙ্কার বিষয় দ্রুত থানা পুলিশকে জানাবেন।

আইনশৃঙ্খলা বাহিনী সবসময় আপনাদের পাশে আছে। পূজার সময় সাধারণ মানুষের যাতে কোনো অসুবিধা না হয় এবং ধর্মীয় সম্প্রীতি যেন বজায় থাকে সেজন্য পুলিশ সর্বোচ্চ সতর্ক অবস্থানে থাকবে। এছাড়াও উপজেলার প্রতিটি পূজা মন্ডপ সিসিটিভি'র আওতায় থাকবে। এ সময় বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্টের আহবায়ক অমেন্দ্র মালাকার, রাজেন্দ্র নাথ রায়,সদস্য সচিব হরিমোহন রায়,বাংলাদেশ হিন্দু, বৌদ্ধ, খৃষ্টান ঐক্য ফ্রন্টের সভাপতি গৌরহরি বসাকসহ প্রতিটি পূজা কমিটি সভাপতি সম্পাদক ও সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। তারা পূজা মণ্ডপের নিরাপত্তা,বিদ্যুৎ সরবরাহ, আলোকসজ্জা ও শৃঙ্খলা বজায় রাখার বিষয়ে প্রশাসনের সর্বাত্মক সহযোগিতা কামনা করেন।

সম্পাদকীয় :

Publisher & Editor :Md. Abu Hena Mostafa Zaman

Mobile No: 01971- 007766; 01711-954647

রাজশাহীর সময় অনলাইন নিউজ পোর্টাল আবেদনকৃত চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর, ঢাকা ।

অফিস :

Head office: 152- Aktroy more ( kazla)-6204 Thana : Motihar,Rajshahi

Email : [email protected],                    [email protected]