
ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে যৌথ বাহিনীর অভিযান চালিয়ে উপজেলার লেহেম্বা ইউনিয়নের কোচল গ্রাম থেকে জ্বীনের বাদশা সেজে পিতলের পুতুল সোনার বলে বিক্রি প্রতারক চক্রের ৫ সদস্যকে আটক করেছে।
গত সোমবার (১ সেপ্টেম্বর) রাতে থানা পুলিশ ও সেনাবাহিনীর যৌথ অভিযানে তাদের আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে ১৫ টি পিতলের ছোট পুতুল, ১টি মাটির কলস ও কয়েকটি টাকার কয়েন উদ্ধার করা হয় ৷
তারা দীর্ঘদিন ধরে এই নকল পুতুল দেখিয়ে প্রতারণা করে লাখ লাখ টাকা মানুষের কাছ থেকে হাতিয়ে নিচ্ছিল। আটককৃতরা হলেন, দিনাজপুর পার্বতীপুর উপজেলার তেলিপাড়া গ্রামের আতাউর রহমানের ছেলে রাশেদুল ইসলাম(৩৬) ও শফিক আল মামুন(৪০), নীলফামারী জেলার ডোমার উপজেলার গড়েরপাড়া গ্রামের তাজউদ্দীনের ছেলে মানিক মিয়া(৩৮),ছয়ঘরিয়া গ্রামের মমতাজ আলীর ছেলে ফরহাদ হোসেন (২৮)এবং তেলিপাড়া গ্রামের মৃত মজিবর রহমানের ছেলে,এছাব্বর আলী(৩৫)। রাণীশংকৈল থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরশেদুল হক জানান,আটককৃত ওই ৫ ব্যক্তি জ্বীনের বাদশা সেজে পিতলের পুতুল বানিয়ে সোনার পুতুল হিসাবে বিভিন্ন মানুষকে এসব পুতুল সোনার বলে লাখ লাখ টাকা প্রতারণা করে, টাকা আত্মসাৎ করে আসছিল। বিভিন্ন অভিযোগের প্রক্ষিতে এবং গোপন সংবাদের ভিত্তিতে আমরা যৌথ বাহিনী তাদের আটক করি। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা শেষে তাদের জেলা জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
গত সোমবার (১ সেপ্টেম্বর) রাতে থানা পুলিশ ও সেনাবাহিনীর যৌথ অভিযানে তাদের আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে ১৫ টি পিতলের ছোট পুতুল, ১টি মাটির কলস ও কয়েকটি টাকার কয়েন উদ্ধার করা হয় ৷
তারা দীর্ঘদিন ধরে এই নকল পুতুল দেখিয়ে প্রতারণা করে লাখ লাখ টাকা মানুষের কাছ থেকে হাতিয়ে নিচ্ছিল। আটককৃতরা হলেন, দিনাজপুর পার্বতীপুর উপজেলার তেলিপাড়া গ্রামের আতাউর রহমানের ছেলে রাশেদুল ইসলাম(৩৬) ও শফিক আল মামুন(৪০), নীলফামারী জেলার ডোমার উপজেলার গড়েরপাড়া গ্রামের তাজউদ্দীনের ছেলে মানিক মিয়া(৩৮),ছয়ঘরিয়া গ্রামের মমতাজ আলীর ছেলে ফরহাদ হোসেন (২৮)এবং তেলিপাড়া গ্রামের মৃত মজিবর রহমানের ছেলে,এছাব্বর আলী(৩৫)। রাণীশংকৈল থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরশেদুল হক জানান,আটককৃত ওই ৫ ব্যক্তি জ্বীনের বাদশা সেজে পিতলের পুতুল বানিয়ে সোনার পুতুল হিসাবে বিভিন্ন মানুষকে এসব পুতুল সোনার বলে লাখ লাখ টাকা প্রতারণা করে, টাকা আত্মসাৎ করে আসছিল। বিভিন্ন অভিযোগের প্রক্ষিতে এবং গোপন সংবাদের ভিত্তিতে আমরা যৌথ বাহিনী তাদের আটক করি। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা শেষে তাদের জেলা জেল হাজতে প্রেরণ করা হয়েছে।