দুর্গাপুরে গাঁজা-ইয়াবাসহ মাদক কারবারী গ্রেফতার ৩

আপলোড সময় : ০২-০৯-২০২৫ ০১:৫২:৪৭ অপরাহ্ন , আপডেট সময় : ০২-০৯-২০২৫ ০১:৫২:৪৭ অপরাহ্ন
রাজশাহীর দুর্গাপুরে পৃথক অভিযানে ১ কেজি ৪০০ গ্রাম গাঁজা ও ১২০ পিচ ইয়াবাসহ তিনজন  মাদক কারবারীকে হাতেনাতে গ্রেফতার করেছে র‍্যাব-৫।  

সোমবার (১ সেপ্টেম্বর) দিবাগত রাতে উপজেলার জয়কৃষ্ণপুর মধ্যপাড়া ও বর্ধনপুর এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। 

গ্রেফতারকৃত জয়নাল আলী জয়কৃষ্ণপুর মধ্যপাড়া গ্রামের রেজ্জাক আলীর ছেলে, মজনু মোল্লা একই এলাকার মৃত শুকুর মোল্লার ছেলে ও মতিউর রহমার বর্ধনপুর গ্রামের আব্দুল গনির ছেলে।

র‍্যাব জানায়, গ্রেফতারকৃতরা এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ী ও সংঘবদ্ধ মাদক চক্রের সক্রিয় সদস্য। তারা দীর্ঘদিন ধরে গাঁজা, ট্যাপেন্টাডল ট্যাবলেট, ইয়াবা, ফেন্সিডিলসহ বিভিন্ন মাদক সংগ্রহ করে রাজশাহী জেলার বিভিন্ন এলাকায় খুচরা ও পাইকারি বিক্রি করে আসছিল।

গ্রেফতারকৃত আসামিদের দুর্গাপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের পর আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।

সম্পাদকীয় :

Publisher & Editor :Md. Abu Hena Mostafa Zaman

Mobile No: 01971- 007766; 01711-954647

রাজশাহীর সময় অনলাইন নিউজ পোর্টাল আবেদনকৃত চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর, ঢাকা ।

অফিস :

Head office: 152- Aktroy more ( kazla)-6204 Thana : Motihar,Rajshahi

Email : [email protected],                    [email protected]