বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী: রাজশাহীতে উৎসবের আমেজ, লক্ষাধিক নেতাকর্মীর সমাগম

আপলোড সময় : ০১-০৯-২০২৫ ০৮:১৩:২৫ অপরাহ্ন , আপডেট সময় : ০১-০৯-২০২৫ ০৮:১৩:২৫ অপরাহ্ন
বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করছে। ১৯৭৮ সালের ১ সেপ্টেম্বর তৎকালীন রাষ্ট্রপতি জিয়াউর রহমান কর্তৃক প্রতিষ্ঠিত দলটি এবার রাজশাহীতে দিনব্যাপী বর্ণাঢ্য কর্মসূচির আয়োজন করেছে। নেতাকর্মীদের মাঝে বিরাজ করছে উৎসবের আমেজ, নগরীর গুরুত্বপূর্ণ মোড়ে ও সড়কগুলো দলীয় ব্যানার ও ফেস্টুনে ছেয়ে গেছে।

এদিন সকাল ৭টায় রাজশাহী মহানগর ও জেলা বিএনপির দলীয় কার্যালয়ের সামনে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মাধ্যমে কর্মসূচির উদ্বোধন করা হয়। এরপর, বিকেল সাড়ে ৩টায় বাটার মোড় থেকে এক বর্ণাঢ্য র‌্যালি ও পথসভা অনুষ্ঠিত হয়। এতে বিএনপি সহ দলটির অঙ্গ ও সহযোগী সংগঠনের সর্বস্তরের নেতাকর্মীরা অংশ নেন।

এছাড়াও, দলীয় কার্যালয়ে রাতে আলোকসজ্জা করা হবে এবং দিনব্যাপী বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ জিয়াউর রহমানের ভাষণ প্রচার করা হয়। প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সুবিধাজনক সময়ে রাজশাহীতে সাংস্কৃতিক অনুষ্ঠান, বৃক্ষরোপণ অভিযান, ফ্রি মেডিকেল ক্যাম্প ও ক্রীড়ানুষ্ঠানেরও আয়োজন করা হয়।

বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক (রাজশাহী বিভাগ) অ্যাডভোকেট সৈয়দ শাহীন শওকত জানান, প্রতিষ্ঠাবার্ষিকী সফল করতে সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে। তিনি আশা প্রকাশ করেন, এবারের প্রতিষ্ঠাবার্ষিকী হবে স্মরণকালের সবচেয়ে বড় অ আয়োজন, যেখানে প্রায় লক্ষাধিক নেতাকর্মীর সমাগম হবে। তিনি আরও বলেন, "রাজশাহী বিএনপির ঘাঁটি হলেও বিগত দিনে ফ্যাসিস্ট সরকারের কারণে কোনো কমসূচি পালন করতে দেওয়া হয়নি। ফ্যাসিস্টমুক্ত রাজশাহীতে এবার উৎসবমুখর পরিবেশে প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়েছে।

এই আয়োজনের মাধ্যমে বিএনপি তাদের শক্তি প্রদর্শন এবং নেতাকর্মীদের মধ্যে উদ্দীপনা ফিরিয়ে আনার চেষ্টা করছে বলে জানা গেছে।

সম্পাদকীয় :

Publisher & Editor :Md. Abu Hena Mostafa Zaman

Mobile No: 01971- 007766; 01711-954647

রাজশাহীর সময় অনলাইন নিউজ পোর্টাল আবেদনকৃত চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর, ঢাকা ।

অফিস :

Head office: 152- Aktroy more ( kazla)-6204 Thana : Motihar,Rajshahi

Email : [email protected],                    [email protected]