রাজশাহী বরেন্দ্র প্রেসক্লাবে নতুন যুগের শুরু: কমিটি বিলুপ্ত, নির্বাচন কমিশন গঠন!

আপলোড সময় : ০১-০৯-২০২৫ ০৬:৩৮:০৭ অপরাহ্ন , আপডেট সময় : ০১-০৯-২০২৫ ০৬:৩৮:০৭ অপরাহ্ন

রাজশাহী বরেন্দ্র প্রেসক্লাবের ২০২৩-২০২৫ কার্যনির্বাহী কমিটি আজ আনুষ্ঠানিকভাবে বিলুপ্ত ঘোষণা করা হয়েছে, যা সংগঠনের ইতিহাসে একটি নতুন অধ্যায়ের সূচনা ঘটিয়েছে। এর সাথে সাথে আগামী ১৬ সেপ্টেম্বর অনুষ্ঠিত হতে যাওয়া নির্বাচনের জন্য একটি ৬ সদস্য বিশিষ্ট নির্বাচন কমিশন গঠন করা হয়েছে, যা প্রেসক্লাবের ভবিষ্যৎ গড়ার দায়িত্ব নিয়ে কাজ শুরু করেছে।

সোমবার (১ সেপ্টেম্বর) বেলা ১১টায় প্রেসক্লাবের সভাপতি শামসুল ইসলাম ও সাধারণ সম্পাদক রেজাউল করিমের নেতৃত্বে বিদায়ী কার্যনির্বাহী কমিটি নির্বাচন কর্মকর্তাদের হাতে দায়িত্ব হস্তান্তর করেন। এই অনুষ্ঠানে কমিটির সদস্যরা তাদের দায়িত্ব পূরণের কথা স্মরণ করে বলেন, “আমরা রাজশাহী বরেন্দ্র প্রেসক্লাবের নির্বাচন সুষ্ঠু, সুন্দর ও অবাধভাবে সম্পন্ন করার দায়িত্ব নির্বাচন কমিশনের ওপর অর্পণ করছি। আমরা আশা করি, তারা যথাযথভাবে দায়িত্ব পালন করে একটি গ্রহণযোগ্য নির্বাচন উপহার দেবে।”

নির্বাচন কমিশনের প্রধান হিসেবে নিযুক্ত হয়েছেন বাংলাদেশ প্রতিদিন ও দেশ টিভির রাজশাহী প্রতিনিধি কাজী শাহেদ। ৬ সদস্য বিশিষ্ট এই কমিশনে অন্যান্য সদস্যরা হলেন: এডভোকেট এস. এম. জ্যোতি উল ইসলাম (সাফী), ইত্তেফাক পত্রিকার রাজশাহী প্রতিনিধি আনিসুজ্জামান, দৈনিক রাজশাহীর আলো পত্রিকার সম্পাদক ও প্রকাশক আজিবার রহমান, সিনিয়র সাংবাদিক জাবেদ অপু, এবং সদস্য সচিব মীর তোফায়েল আহমেদ।

দায়িত্ব গ্রহণের পর কমিশনের প্রধান কাজী শাহেদ বলেন, “আমরা আসন্ন রাজশাহী বরেন্দ্র প্রেসক্লাব নির্বাচনকে একটি সুষ্ঠু, নিরপেক্ষ, এবং স্বচ্ছ প্রক্রিয়া হিসেবে পরিচালনা করব। আমরা আশা করি, সকল প্রার্থী ও সদস্যবৃন্দ নির্বাচন কমিশনের বিধি-বিধান মেনে চলবেন এবং শান্তিপূর্ণ পরিবেশে নির্বাচন সম্পন্ন করতে সহযোগিতা করবেন।”

রাজশাহী বরেন্দ্র প্রেসক্লাব, যা স্থানীয় সাংবাদিকদের জন্য একটি গুরুত্বপূর্ণ মঞ্চ, এই নির্বাচনের মাধ্যমে নতুন শক্তি ও উৎসাহ পাবে। বিদায়ী কমিটির সদস্যরা এই সংগঠনের ২ বছরের কার্যকলাপকে স্মরণীয় করে তুলেছেন, এবং নতুন কমিশনের উপর তাদের আস্থা প্রকাশ করেছেন। কমিশনের উদ্যোগ এবং সাংবাদিকদের সহযোগিতা যদি সফল হয়, তবে এই নির্বাচন প্রেসক্লাবের ইতিহাসে একটি সুন্দর উদাহরণ হবে।

সম্পাদকীয় :

Publisher & Editor :Md. Abu Hena Mostafa Zaman

Mobile No: 01971- 007766; 01711-954647

রাজশাহীর সময় অনলাইন নিউজ পোর্টাল আবেদনকৃত চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর, ঢাকা ।

অফিস :

Head office: 152- Aktroy more ( kazla)-6204 Thana : Motihar,Rajshahi

Email : [email protected],                    [email protected]