শেখ হাসিনাসহ ৩ জনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে সাংবাদিক-চিকিৎসকদের সাক্ষ্য

আপলোড সময় : ০১-০৯-২০২৫ ০৩:২৩:১১ অপরাহ্ন , আপডেট সময় : ০১-০৯-২০২৫ ০৩:২৩:১১ অপরাহ্ন
জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে ট্রাইব্যুনালে দশম দিনে সাক্ষ্য দিয়েছেন সাংবাদিক ও চিকিৎসকরা। সাক্ষ্য দেয়া সিলেটের দুই সাংবাদিক তুলে ধরেন তাদের চোখের সামনে আরেক সাংবাদিক আবু তোরাবের গুলিবিদ্ধ হওয়া ও শহীদ হওয়ার ঘটনা।

তারা বলেন, ২০২৪ সালের ১৯ জুলাই গায়েবানা জানাজা ও পরবর্তীতে বিক্ষোভ মিছিলে পেশাগত দ্বায়িত্ব পালনকালে তাদের দিকে গুলি ছুড়ে পুলিশ। তারা সাংবাদিক পরিচয় দিয়ে গুলি করতে নিষেধ করলেও, পুলিশ গুলি ছুড়তে থাকে। একপর্যায়ে ফটো সাংবাদিক আবু তোয়াব গুলিবিদ্ধ হলে, তাকে নিয়ে হাসপাতে যাওয়ার পর সে মারা যান।

এই ঘটনায় শেখ হাসিনা আসাদুজ্জামান খান কামাল ও চৌধুরী আবদুল্লাহ আল মামুনকে দায়ী করেন তারা। এছাড়া, জুলাই অভ্যুত্থানকালীন সময়ে বিভিন্ন হাসপাতালে দ্বায়িত্ব পালন করা চিকিৎসকরাও সাক্ষ্য দেন।

দুপুর বারোটার কিছু আগে বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বে তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এ সাক্ষ্য গ্রহণ শুরু হয়। এই মামলায় গত ৯ দিনে জুলাই আন্দোলনে আহত, শহীদ পরিবারের সদস্য, চিকিৎসক, সাংবাদিক ও জুলাই হত্যাযজ্ঞের প্রত্যক্ষদর্শী সহ মোট ২৯ জন সাক্ষ্য দিয়েছেন।

এদিকে রামপুরায়  কার্নিশে ঝুলে থাকা এক জনকে গুলি ও দুই জনকে হত্যা মামলায় পলাতক ডিএমপি কমিশনার হাবিবসহ ৪ জনের পক্ষে স্টেট ডিফেন্স নিয়োগ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। এ মামলায় অভিযোগ গঠনের শুনানি ১১ সেপ্টেম্বর।

সম্পাদকীয় :

Publisher & Editor :Md. Abu Hena Mostafa Zaman

Mobile No: 01971- 007766; 01711-954647

রাজশাহীর সময় অনলাইন নিউজ পোর্টাল আবেদনকৃত চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর, ঢাকা ।

অফিস :

Head office: 152- Aktroy more ( kazla)-6204 Thana : Motihar,Rajshahi

Email : [email protected],                    [email protected]