রাণীশংকৈলে মায়ের অভিযোগে বছরদিন পর সন্তানের লাশ কবর থেকে উত্তোলন

আপলোড সময় : ৩১-০৮-২০২৫ ০৮:৪৬:৫০ অপরাহ্ন , আপডেট সময় : ৩১-০৮-২০২৫ ০৮:৪৬:৫০ অপরাহ্ন
 ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল পাঁচপীর কবর  থেকে (৩১ আগস্ট) রবিবার ৮বছরের এক শিশুর লাশ কবর থেকে উত্তোলন করেছেন পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। এসময় লাশের বিভিন্ন অংশ নমুনা হিসেবে গ্রহন করেন তারা।

অভিযোগ সূত্রে জানাযায়, স্বপরিবারে কাজের জন্য নারায়গঞ্জে যায় সুরাতুনের পরিবার । সংসার জীবনে ১৩বছরের মাথায় নেমে আসে কলহ বিবাদ। স্বামী মুনিরুজ্জামান প্রায় সময় টাকার জন্য চাপ দিতো সুরাতুনকে। ২০২৪ সালের ৯ আগষ্ট টাকার জন্য মারপিটও করে, এবং বলে যে টাকা না দিলে তোমাকে ও তোমার
ছেলেকে মেরে ফেলবো।। কথাবলার ৩দিনের মাথায় ১৩ আগষ্ট বিছানার নিচে ৪০হাজার টাকা নিয়ে শিশুপুত্র নয়নকে শ^রোধ করে হত্যা করে দূবৃত্তরা। এঘটনায়
নারায়গঞ্জের ফতুল্লার সুজন ও নিহতের পিতাসহ ৮জনের বিরুদ্ধে নারায়নগঞ্জ চীপ জুডিসয়িাল ম্যাজিষ্ট্রেট আমলী আদালতে মামলা করেন সুরাতুন। আদালত
মামলাটি তদন্তের জন্য পিবিআইকে দায়িত্ব দেন এবং লাশের বিভিন্ন অংশের নমুনা নিয়ে সুরতহাল রিপোর্ট তৈরি করে রাসায়নিক পরীক্ষাগারে পাঠানোর
নির্দেশ দেন।

৩১ আগস্ট উপজেলা নির্বাহিকর্মকর্তা এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শাফিউল মাজলুবিন রহমানের উপ¯ি’তিতে লাশ উত্তোলন করা হয়। এসময় মামলার তদন্তকারী কর্মকর্তা পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের ওসি মোহাম্মদ মাহবুবুর রহমান বলেন, আদালতের নির্দেশে আমরা লাশের নমুনা সংগ্রহ করেছি। এটি রাসায়নিক পরিক্ষাগারে পাঠানো হবে। রির্পোট পেলেই লাশের মৃত্যুর সঠিক কারণ জানাযাবে।

সম্পাদকীয় :

Publisher & Editor :Md. Abu Hena Mostafa Zaman

Mobile No: 01971- 007766; 01711-954647

রাজশাহীর সময় অনলাইন নিউজ পোর্টাল আবেদনকৃত চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর, ঢাকা ।

অফিস :

Head office: 152- Aktroy more ( kazla)-6204 Thana : Motihar,Rajshahi

Email : [email protected],                    [email protected]