​ঠাকুরগাঁওয়ে বৈদ্যুতিক পাম্পের তারে জড়িয়ে কৃষকের মৃত্যু

আপলোড সময় : ৩১-০৮-২০২৫ ০৮:৩৪:৩৪ অপরাহ্ন , আপডেট সময় : ৩১-০৮-২০২৫ ০৮:৩৪:৩৪ অপরাহ্ন
ঢাকদহ গোপালপুর এলাকায় বৈদ্যুতিক তারে জড়িয়ে মনোরঞ্জন শীল (৩২) নামে এক কৃষক মৃত্যু বরণ করেছেন। রোববার ৩১ আগস্ট দুপুরে তার নিজ বাড়িতে এ ঘটনা ঘটে । মনোরঞ্জন শীল ভাতুড়িয়া  ঢাকদহ গোপালপুর গ্রামের মৃত. ধীরেন চন্দ্র শীলের ছেলে।  

 জানা গেছে, ঘটনার দিন দুপুরে মনোরঞ্জনের বাড়িতে নলকূপ স্থাপনের কাজ চলছিল।পানির প্রয়োজনের জন্য পাশে থাকা বৈদ্যুতিক সেচ পাম্প থেকে পানি সরবরাহের জন্য পাম্প চালু করতে গেলে অচমকা সেচ পাম্পের তারে জড়িয়ে  বিদ্যুতায়িত হয়ে সে অজ্ঞান হয়ে গুরুতর আহত হয়।

পরে তাকে রাণীশংকৈল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষনা করেন। হরিপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকারিয়া মন্ডল জানান,উপজেলার ভাতুরিয়া গ্রামে বৈদ্যুতিক তারে জড়িয়ে এক কৃষকের মৃত্যুর ঘটনা ঘটছে। এখনো কোন অভিযোগ পাইনি। পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। 

সম্পাদকীয় :

Publisher & Editor :Md. Abu Hena Mostafa Zaman

Mobile No: 01971- 007766; 01711-954647

রাজশাহীর সময় অনলাইন নিউজ পোর্টাল আবেদনকৃত চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর, ঢাকা ।

অফিস :

Head office: 152- Aktroy more ( kazla)-6204 Thana : Motihar,Rajshahi

Email : [email protected],                    [email protected]