গাজার দুর্ভিক্ষ ঘোষণা এক সপ্তাহ পরও ত্রাণের কোনো অগ্রগতি

আপলোড সময় : ৩০-০৮-২০২৫ ০১:০৮:৫৫ পূর্বাহ্ন , আপডেট সময় : ৩০-০৮-২০২৫ ০১:০৮:৫৫ পূর্বাহ্ন
গাজার কিছু এলাকায় বৈশ্বিক ক্ষুধা পর্যবেক্ষণ সংস্থা এক সপ্তাহ আগে দুর্ভিক্ষ ঘোষণা করলেও এ পর্যন্ত ত্রাণ প্রবাহে কোনো উল্লেখযোগ্য বৃদ্ধি হয়নি বলে জানিয়েছেন এনজিও নেটওয়ার্কের প্রধান আমজাদ শাওয়া।

তিনি বলেন, ‘গাজার দুর্ভিক্ষ পরিস্থিতিতে কোনো উন্নতি হয়নি। গাজার বিভিন্ন শহরে এমন কোনো কার্যকর প্রচেষ্টা আমরা দেখতে পাচ্ছি না যা এই সংকট সমাধানে সাহায্য করতে পারে। আমরা আশা করেছিলাম আন্তর্জাতিক সম্প্রদায়ের চাপ থাকবে অবরোধ তুলে নেয়ার জন্য এবং কার্যকর পদক্ষেপ নেয়া হবে।’

শাওয়া আরও জানান, গত শুক্রবার (২২ আগস্ট) গাজা গভর্নরেটে দুর্ভিক্ষ ঘোষণার পর থেকে নতুন করে আরও কিছু মানুষ অনাহারে মারা গেছেন এবং অনেকে মারাত্মক পুষ্টিহীনতায় ভুগতে শুরু করেছেন।

তার ভাষ্য অনুযায়ী, গাজায় যে পরিমাণ ত্রাণ প্রবেশ করছে তা এখনো ‘খুবই সীমিত’, যা পুরো জনসংখ্যার চাহিদার মাত্র প্রায় ১০ শতাংশ পূরণ করতে সক্ষম।

সূত্র: আল জাজিরা।

সম্পাদকীয় :

Publisher & Editor :Md. Abu Hena Mostafa Zaman

Mobile No: 01971- 007766; 01711-954647

রাজশাহীর সময় অনলাইন নিউজ পোর্টাল আবেদনকৃত চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর, ঢাকা ।

অফিস :

Head office: 152- Aktroy more ( kazla)-6204 Thana : Motihar,Rajshahi

Email : [email protected],                    [email protected]