৬৩ বছরের ইতিহাসে প্রথমবারের মতো ভিপি পদে নারী শিক্ষার্থী

আপলোড সময় : ৩০-০৮-২০২৫ ১২:৪৪:০০ পূর্বাহ্ন , আপডেট সময় : ৩০-০৮-২০২৫ ১২:৪৪:০০ পূর্বাহ্ন
রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) নির্বাচনে ৬৩ বছরের ইতিহাসে প্রথমবারের মতো নারী শিক্ষার্থী সহ-সভাপতি (ভিপি) পদে প্রতিদ্বন্দিতা করতে যাচ্ছেন তাসিন খান। তিনি বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী।

তাসিন খান ভিপি পদে প্রার্থী হওয়ার অনুপ্রেরণা পেয়েছেন বৈষম্যবিরোধী আন্দোলনে সামনে থেকে কাজ করতে গিয়ে। তিনি জানান, "জুলাই আন্দোলনে একজন সমন্বয়ক হিসেবে কাজ করতে গিয়ে মৃত্যুকে কাছ থেকে দেখেছি। স্বাভাবিক জীবন ফিরে পাওয়ার পরে ভাবলাম, রাকসু নির্বাচনের ঐতিহাসিক মুহূর্তে অংশ নেওয়া উচিত। ঘনিষ্ঠদের সঙ্গে আলোচনা শেষে তিনি ভিপি পদে দাঁড়ানোর সিদ্ধান্ত নেন।

রাকসু ১৯৬২ সালে প্রতিষ্ঠিত হলেও ১৯৮৯ সাল পর্যন্ত কোনো নারী প্রার্থী ভিপি পদে প্রতিদ্বন্দিতা করেননি। দীর্ঘ ৩৫ বছরের বিরতির পর এবার তাসিন একমাত্র নারী ভিপি প্রার্থী।

তাসিন ভোটের পরিবেশ নিয়ে কিছুটা আশঙ্কা প্রকাশ করেছেন। তিনি বলেন, "মতাদর্শিক দ্বন্দ আছে, কিছু সংগঠন সরাসরি নির্বাচনে অংশ নিচ্ছে। প্রশাসন এখনো তৎপর নয়। সাইবার বুলিং সেল গঠনের পরিকল্পনা আছে, তবে কার্যক্রম শুরু হয়নি। ভোটার ও প্রার্থীরা যাতে নিরাপদে সহাবস্থান করতে পারে, তা নির্বাচন কমিশনকে নিশ্চিত করতে হবে।
রাকসুর মনোনয়নপত্র বিতরণ ২৪-২৮ আগস্ট হয়েছে এবং মনোনয়নপত্র দাখিলের শেষ সময় ১-৪ সেপ্টেম্বর। ভোট গ্রহণ নির্ধারিত ২৫ সেপ্টেম্বর।#

সম্পাদকীয় :

Publisher & Editor :Md. Abu Hena Mostafa Zaman

Mobile No: 01971- 007766; 01711-954647

রাজশাহীর সময় অনলাইন নিউজ পোর্টাল আবেদনকৃত চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর, ঢাকা ।

অফিস :

Head office: 152- Aktroy more ( kazla)-6204 Thana : Motihar,Rajshahi

Email : [email protected],                    [email protected]