ইজরায়েলের হামলায় নিহত হামাসের শীর্ষনেতা সিনওয়ার!

আপলোড সময় : ২২-০৫-২০২৫ ১১:৪২:৩১ অপরাহ্ন , আপডেট সময় : ২২-০৫-২০২৫ ১১:৪২:৩১ অপরাহ্ন
গাজায় ইজরায়েলি হানায় সম্ভবত মৃত্যু হয়েছে প্যালেস্টাইনের সশস্ত্র গোষ্ঠী হামাসের অন্যতম প্রধান মহম্মদ সিনওয়ারের। বুধবার এমনটাই জানালেন ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। ইজরায়েলের দাবি, শনিবার দক্ষিণ গাজ়ার একটি হাসপাতালে ইজরায়েলি বিমানহানায় নিহত হয়েছেন হামাসের শীর্ষনেতা।

বুধবার জেরুজালেমে এক সাংবাদিক বৈঠকে নেতানিয়াহু বলেন, ‘‘আমরা হাজার হাজার জঙ্গিকে খতম করেছি। খুনিদের শীর্ষনেতা দেইফ, হানিয়া, ইয়াহিয়া সিনওয়ারকেও নিকেশ করা হয়েছে। আর এখন তো মহম্মদ সিনওয়ারও নিহত হয়েছেন বলে শোনা যাচ্ছে!’’ উল্লেখ্য, শনিবার রাত থেকে আকাশপথে ইজরায়েলি হানায় শতাধিক মানুষের মৃত্যু হয় গাজ়ায়। তার পরেই ইজরায়েল এবং আরবের সংবাদমাধ্যমগুলি দাবি করতে শুরু করে, খান ইউনিসে সামরিক হানায় হামাসের শীর্ষনেতা মহম্মদ সিনওয়ারের মৃত্যু হয়েছে। যদিও সরকারি ভাবে এর আগে কোনও পক্ষই এ বিষয়ে উচ্চবাচ্য করেনি। সেই আবহেই মুখ খুললেন খোদ ইজরায়েলের প্রধানমন্ত্রী। যদিও সিনওয়ারের মৃত্যুর বিষয়ে এখনও পর্যন্ত কোনও কথা বলেনি হামাস।

মহম্মদ সিনওয়ার প্যালেস্টাইনপন্থী সশস্ত্র গোষ্ঠী হামাসের প্রাক্তন প্রধান ইয়াহিয়া সিনওয়ারের ছোট ভাই। হামাস নেতা ইয়াহিয়ার মৃত্যুর পরে গত অক্টোবরে গাজ়া ভূখণ্ডে হামাস গোষ্ঠীর অন্যতম প্রধান নেতা হয়ে ওঠেন মহম্মদ। তবে সংবাদ সংস্থা রয়টার্সের একটি প্রতিবেদন সূত্রে খবর, এর আগে প্রাক্তন হামাস প্রধানের অপর ভাই জাকারিয়া আল-সিনওয়ারের মৃত্যুর খবর ছড়িয়েছিল। পরে জানা যায়, তিনি গুরুতর জখম অবস্থায় হাসপাতালে ভর্তি রয়েছেন। প্রাথমিক ভাবে মৃত বলে ধরে নিয়ে জ়াকারিয়া এবং তাঁর তিন সন্তানকে গাজ়ার হাসপাতালের মর্গে নিয়ে রেখে দেওয়া হয়েছিল। কিন্তু পরে চিকিৎসকেরা বুঝতে পারেন জ়াকারিয়া জীবিত! তখনও ক্ষীণ শ্বাসপ্রশ্বাস চলছিল তাঁর। ফলে মহম্মদের মৃত্যু ঘিরে গুজব ছড়ানোর পরেও হামাসের তরফে কোনও বিবৃতি না আসায় ধোঁয়াশা কাটছে না।

সম্পাদকীয় :

Publisher & Editor :Md. Abu Hena Mostafa Zaman

Mobile No: 01971- 007766; 01711-954647

রাজশাহীর সময় অনলাইন নিউজ পোর্টাল আবেদনকৃত চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর, ঢাকা ।

অফিস :

Head office: 152- Aktroy more ( kazla)-6204 Thana : Motihar,Rajshahi

Email : [email protected],                    [email protected]