নওগাঁয় সাংবাদিকের উপর হামলা- গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি

আপলোড সময় : ২৯-০৮-২০২৫ ০১:০২:১৭ অপরাহ্ন , আপডেট সময় : ২৯-০৮-২০২৫ ০১:০২:১৭ অপরাহ্ন
নওগাঁর মহাদেবপুর উপজেলার সাব-রেজিস্ট্রার অফিসের ও দলিল লেখক সমিতির অনিয়ম ও দুর্নীতির তথ্য চিত্র  সংগ্রহ করতে গিয়ে নওগাঁ জেলা প্রেসক্লাবের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ডিবিসি নিউজের নওগাঁ জেলা প্রতিনিধি সাংবাদিক একে সাজু উপর হামলার ঘটনা ঘটেছে। বুধবার বিকাল ৫টা সাব-রেজিস্ট্রার অফিসে ভিতরে এ হামলার ঘটনা ঘটে। বর্তমানি তিনি আহত অবস্থায় নওগাঁ ২৫০ শয্যা জেনারেল  হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। 

চিকিৎসাধীন সাংবাদিক একে সাজু জানান, গত দুই দিন থেকে মহাদেবপুর সাব-রেজিস্ট্রার অফিসে রাত ১১টা পযন্ত জমি রেজিষ্ট্রি হচ্ছে এমন সংবাদের খবর পেয়ে  বুধবার বিকালে আমি সাব-রেজিষ্ট্রি অফিসের বাহিরের রাস্তায় দাঁড়িয়ে কথা বলতেছিলাম। এমন সময় হঠাৎ করে দেখি সাব- রেজিষ্ট্রি অফিসের ভিতরে জমির রেজিষ্ট্রি নিয়ে মারামারি শুরু হয়। সেই সময় আমি সেই মারামারি ভিডিও ধারণ করতে থাকি। এমন সময় একজন এসে আমাকে ভিডিও করতে বাঁধা দেয়, তখন আমি তার পরিচয় জানতে চাইলে বলে সে বলে থানার লোক কোন ভিডিও করা যাবে না, তখন আমি বলি কেন ভিডিও করবো না। তার সাথে কথার কাটাকাটির এক পযার্য়ে সে আমার শাটের কলার ধরে ধাকাতে ধাকাতে সাব রেজিষ্ট্রি অফিসের ভিতরে নিয়ে গিয়ে কেঁচি গেট লাগিয়ে প্রায় ১৫ থেকে ২০ জন চারদিক থেকে ঘিরে রেখে অতর্কিত হামলা চালিয়ে মারপিট করে আমার কাছে থাকা ক্যামেরা ও মোবাইল ফোন ছিনিয়েই নিয়ে আমাকে আটক করে রাখে।

পরে খরব পেয়ে স্থানীয় সাংবাদিক ও পুলিশ গিয়ে আমাকে উদ্ধার করে মহাদেবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে গুরুতর অবস্থা হওয়ায় কর্তবরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য নওগাঁ ২৫০ শয্যা জেনারেল  হাসপাতালে প্রেরন করেন। আমি হামলাকারীদের নামে থানায় মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছি।

এ ঘটনায় মহাদেবপুর থানার ওসি মো. শাহীন রেজা বলেন, খবর পেয়ে সাথে সাথে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছিল। থানায় অভিযোগ দিলে এ ঘটনায় যারাই জড়িত থাক তাদের বিরুদ্ধে  আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এদিকে সাংবাদিক একে সাজুর উপর হামলার খবর ছড়িয়ে পরলে জেলায় কর্মরত সাংবাদিকরা হাসপাতালে ছুটে যান। এবং সাংবাদিকের উপর এমন হামলার ঘটনায় জেলার বিভিন্ন সাংবাদিক সংগঠন থেকে এ হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে দ্রুত হামলাকারীদের গ্রেপ্তারের দাবি জানানো হয়েছে।

সম্পাদকীয় :

Publisher & Editor :Md. Abu Hena Mostafa Zaman

Mobile No: 01971- 007766; 01711-954647

রাজশাহীর সময় অনলাইন নিউজ পোর্টাল আবেদনকৃত চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর, ঢাকা ।

অফিস :

Head office: 152- Aktroy more ( kazla)-6204 Thana : Motihar,Rajshahi

Email : [email protected],                    [email protected]