
চট্টগ্রামে পৃথক দুটি অভিযানে গণধর্ষণ মামলার দুই পলাতক আসামিকে গ্রেপ্তার করেছে র্যাব-৭।
প্রথম অভিযানে, র্যাব সীতাকুন্ড থানার গণধর্ষণ মামলার পলাতক আসামি মাহবুব আলমকে (৪০) সীতাকুন্ডের উত্তর বাইপাস এলাকা থেকে গ্রেপ্তার করে। তার বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০ (সংশোধিত ২০০৩) এর ৯(৩) ধারাসহ পেনাল কোড ১৮৬০ এবং পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইন ২০১২ এর একাধিক ধারায় মামলা রয়েছে।
দ্বিতীয় অভিযানে, র্যাব পতেঙ্গা থানার ১৪ নং বালুরটাল এলাকা থেকে আনোয়ারা থানার গণধর্ষণ মামলার সন্দেহভাজন পলাতক আসামি কাশেদকে (১৯) গ্রেপ্তার করে। তার বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০ (সংশোধিত ২০২৫) এর ৯(৩) ধারায় মামলা রয়েছে।
বুধবার র্যাব-৭, চট্টগ্রামের পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়।
গ্রেপ্তারকৃত আসামিদের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
প্রথম অভিযানে, র্যাব সীতাকুন্ড থানার গণধর্ষণ মামলার পলাতক আসামি মাহবুব আলমকে (৪০) সীতাকুন্ডের উত্তর বাইপাস এলাকা থেকে গ্রেপ্তার করে। তার বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০ (সংশোধিত ২০০৩) এর ৯(৩) ধারাসহ পেনাল কোড ১৮৬০ এবং পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইন ২০১২ এর একাধিক ধারায় মামলা রয়েছে।
দ্বিতীয় অভিযানে, র্যাব পতেঙ্গা থানার ১৪ নং বালুরটাল এলাকা থেকে আনোয়ারা থানার গণধর্ষণ মামলার সন্দেহভাজন পলাতক আসামি কাশেদকে (১৯) গ্রেপ্তার করে। তার বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০ (সংশোধিত ২০২৫) এর ৯(৩) ধারায় মামলা রয়েছে।
বুধবার র্যাব-৭, চট্টগ্রামের পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়।
গ্রেপ্তারকৃত আসামিদের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।