আন্দোলনরত প্রকৌশলীদের দাবি: চার উপদেষ্টার নেতৃত্বে কমিটি গঠনের প্রক্রিয়ায় সরকার

আপলোড সময় : ২৭-০৮-২০২৫ ০৮:১০:০৭ অপরাহ্ন , আপডেট সময় : ২৭-০৮-২০২৫ ০৮:১০:০৭ অপরাহ্ন
আন্দোলনরত প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের তিন দফা দাবির প্রেক্ষিতে চার উপদেষ্টাকে নিয়ে একটি কমিটি গঠন করছে অন্তর্বর্তীকালীন সরকার।

বুধবার সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান এ তথ্য জানান।

ফাওজুল কবির খান বর্তমানে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ; সড়ক পরিবহন ও সেতু; এবং রেলপথ মন্ত্রণালয়ের দায়িত্বে আছেন। সংবাদ সম্মেলনে তার সঙ্গে উপস্থিত ছিলেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন এবং পানি সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান।

আন্দোলনের প্রেক্ষাপট

মঙ্গলবার (২৬ আগস্ট) বুয়েটসহ বিভিন্ন প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা তাদের তিন দফা দাবি নিয়ে রাজধানীর শাহবাগ মোড় অবরোধ করেন। পাঁচ ঘণ্টাব্যাপী ওই কর্মসূচির পরও স্পষ্ট আশ্বাস না পাওয়ায় তারা বুধবার সারাদেশের প্রকৌশলীদের নিয়ে ‘লং মার্চ টু ঢাকা’ কর্মসূচি পালন করেন। ইতোমধ্যেই শাহবাগ মোড় আবারও অবরোধ করে রেখেছেন আন্দোলনকারীরা।

উপদেষ্টার বক্তব্য

উপদেষ্টা ফাওজুল কবির খান জানান, বুয়েট, ডিপ্লোমা ইঞ্জিনিয়ার এবং বিএসসি ইঞ্জিনিয়ারদের নিয়ে যে আন্দোলন চলছে, তা সমাধানে সরকার একটি উচ্চপর্যায়ের কমিটি করছে। কমিটিতে থাকবেন—

মুহাম্মদ ফাওজুল কবির খান
সৈয়দা রিজওয়ানা হাসান
আদিলুর রহমান খান (গৃহায়ন ও গণপূর্ত ও শিল্প মন্ত্রণালয়ের উপদেষ্টা)
অধ্যাপক ড. চৌধুরী রফিকুল আবরার (শিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা)

এছাড়া প্রকৌশলীদের বিভিন্ন সংগঠনের প্রতিনিধিরাও কমিটিতে অন্তর্ভুক্ত থাকবেন বলে জানান তিনি।

আন্দোলনের সূত্রপাত

ফাওজুল কবির খান আরও বলেন, এই আন্দোলনের সূত্রপাত নর্দান ইলেকট্রিসিটি সাপ্লাই কোম্পানিতে (নেসকো) ঘটে যাওয়া এক ঘটনার মধ্য দিয়ে। সেখানে এক প্রকৌশলী হত্যার হুমকি পান। এ ঘটনার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে এবং সংশ্লিষ্টদের শাস্তিমূলকভাবে বদলি করা হয়েছে।

পরবর্তী পদক্ষেপ

উপদেষ্টার ভাষ্যমতে, কমিটি গঠন প্রক্রিয়া শেষ হলেই দ্রুত বৈঠক বসে শিক্ষার্থীদের দাবি নিয়ে আলোচনা শুরু হবে। সরকারের আশা, আলোচনার মাধ্যমে আন্দোলনের শান্তিপূর্ণ সমাধান বেরিয়ে আসবে।
 

সম্পাদকীয় :

Publisher & Editor :Md. Abu Hena Mostafa Zaman

Mobile No: 01971- 007766; 01711-954647

রাজশাহীর সময় অনলাইন নিউজ পোর্টাল আবেদনকৃত চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর, ঢাকা ।

অফিস :

Head office: 152- Aktroy more ( kazla)-6204 Thana : Motihar,Rajshahi

Email : [email protected],                    [email protected]