শান্তিরক্ষা মিশনে গেলেন ১৮০ পুলিশ সদস্য

আপলোড সময় : ২৬-০৮-২০২৫ ০৯:১২:০১ অপরাহ্ন , আপডেট সময় : ২৬-০৮-২০২৫ ০৯:১২:০১ অপরাহ্ন
জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে যোগ দিতে কঙ্গো গেছেন বাংলাদেশ পুলিশের ১৮০ সদস্য। এর মধ্যে নারী সদস্য রয়েছেন ৭০ জন।

মঙ্গলবার (২৬ আগস্ট) দুপুর পৌনে ১টার দিকে তারা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে রওনা হন।

পুলিশ সদর দফতরের এআইজি (মিডিয়া) এ এইচ এম শাহাদাত হোসাইনের সই করা সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, বাংলাদেশ পুলিশের ফর্মড পুলিশ ইউনিটের (এফপিইউ) এ কন্টিনজেন্টের নেতৃত্বে রয়েছেন পুলিশ সুপার জান্নাত আফরোজ।

বিমানবন্দরে মিশনগামী শান্তিরক্ষীদের বিদায় জানান অতিরিক্ত আইজি (ক্রাইম অ্যান্ড অপারেশন্স) খোন্দকার রফিকুল ইসলাম, ডিআইজি (অপারেশন্স) মো. রেজাউল করিম এবং পুলিশ সদর দফতরের ইউএন অপারেশন্স উইংয়ের কর্মকর্তারা।

২০০৫ সাল থেকে বাংলাদেশ পুলিশের এফপিইউ কঙ্গোতে দায়িত্ব পালন করছে। ২০১১ সাল থেকে সেখানে নারী কন্টিনজেন্টও শান্তিরক্ষার দায়িত্বে রয়েছেন।

জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে বাংলাদেশ পুলিশের পদযাত্রা শুরু হয় ১৯৮৯ সালে নামিবিয়া মিশনে। বর্তমানে বিশ্বজুড়ে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে বাংলাদেশ পুলিশের ২১৫ জন সদস্য কর্মরত আছেন। এর মধ্যে ১৭৮ জন এফপিইউ ও ৩৭ জন ইন্ডিভিজুয়াল পুলিশ অফিসার (আইপিও)। বর্তমানে ৭৫ জন নারী পুলিশ সদস্য শান্তিরক্ষা মিশনে আছেন–যার মধ্যে এফপিইউ-তে ৬৮ জন এবং আইপিও পদে রয়েছেন ৭ জন।

শুরু থেকে এ পর্যন্ত বাংলাদেশ পুলিশের ২১ হাজার ৮১৬ সদস্য জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে দায়িত্ব পালন শেষে দেশে ফিরেছেন। শান্তিরক্ষায় দায়িত্ব পালনকালে ২৪ জন পুলিশ সদস্য জীবন উৎসর্গ করেছেন।

জাতিসংঘের ম্যান্ডেট বাস্তবায়নের মাধ্যমে বাংলাদেশ পুলিশের এ অবদান আন্তর্জাতিক পরিসরে দেশের ভাবমূর্তি উজ্জ্বল করেছে বলে জানিয়েছে সদর দফতর।

সম্পাদকীয় :

Publisher & Editor :Md. Abu Hena Mostafa Zaman

Mobile No: 01971- 007766; 01711-954647

রাজশাহীর সময় অনলাইন নিউজ পোর্টাল আবেদনকৃত চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর, ঢাকা ।

অফিস :

Head office: 152- Aktroy more ( kazla)-6204 Thana : Motihar,Rajshahi

Email : [email protected],                    [email protected]