রাণীনগর খাদ্যবান্ধব কর্মসূচির দেড় হাজার কেজি চাল উদ্ধার

আপলোড সময় : ২৪-০৮-২০২৫ ১০:১৩:২৮ অপরাহ্ন , আপডেট সময় : ২৪-০৮-২০২৫ ১০:১৩:২৮ অপরাহ্ন
নওগাঁর রাণীনগরে খাদ্যবান্ধব কর্মসূচীর দেড় হাজার কেজি চাল উদ্ধার করেছে।

রবিবার বিকেলে উপজলার ভবানীপুর এলাকায় অভিযান চালিয়ে এই চালগুলা উদ্ধার করা হয়।

পরে উদ্ধার চালগুলা স্থানীয় ইউনিয়ন পরিষদের মেম্বারের জিম্মায় রাখা হয়েছে। এঘটনায় ব্যবস্থা নিতে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা রাণীনগর উপজলা খাদ্য পরিদর্শক আনিছুর রহমান জানান,১৫টাকা কেজি দরে স্বল্প মূল্য খাদ্যশস্য বিতরণ খাদ্য বান্ধব কর্মসূচির আওতায় হতদরিদ্রদের মাঝে ডিলারদের মাধ্যমে চাল বিতরণ চলছিল।

এরই মধ্য রাবিবার দুপুর ২টা নাগাদ গোপন সংবাদ জানতে পারেন,উপজলার ভবানীপুর গ্রামের সিরাজুল ইসলামের বাড়ীতে ক্রয়-বিক্রয় নিষিদ্ধ খাদ্যবান্ধব কর্মসূচীর বিপুল পরিমান চাল মজুদ রয়েছে। এমন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে সিরাজুল ইসলামর বাড়ী থেকে দেড় হাজার কেজি (৩০কেজির ৫০বস্তা) চাল উদ্ধার করা হয়েছে।

পরে উদ্ধার চালগুলা গোনা ইউনিয়নের ৩নং ওয়ার্ড মেম্বার রবিউল ইসলামের জিম্মায় রাখা হয়েছে। তিনি আরো বলেন,বাড়ির মালিক একজন ভ্যান চালক। কি ওই বাড়ীতে কে চালগুলা রাখছে তা এখনো সনাক্ত করা যায়নি।তব প্রকত মালিককে খুঁজে বের করতে তদন্তÍ চলছে।

উপজলা নির্বাহী কর্মকর্তা মো: রাকিবুল হাসান বলেন,গোপন সংবাদের ভিত্তিতে ভবাণীপুর গ্রামের সিরাজুলের বাড়ি থেকে দড় হাজার কেজি চাল উদ্ধার করা হয়েছে। এব্যাপারে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

সম্পাদকীয় :

Publisher & Editor :Md. Abu Hena Mostafa Zaman

Mobile No: 01971- 007766; 01711-954647

রাজশাহীর সময় অনলাইন নিউজ পোর্টাল আবেদনকৃত চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর, ঢাকা ।

অফিস :

Head office: 152- Aktroy more ( kazla)-6204 Thana : Motihar,Rajshahi

Email : [email protected],                    [email protected]