​লক্ষ্মীপুরে ৫ হাজার ৬শ পিছ ইয়াবা-সহ গ্রেফতার ৩ মাদক কারবারী

আপলোড সময় : ২১-০৮-২০২৫ ০৯:০০:৪৬ অপরাহ্ন , আপডেট সময় : ২১-০৮-২০২৫ ০৯:০০:৪৬ অপরাহ্ন
লক্ষ্মীপুরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযান চালিয়ে ৫ হাজার ৬শত পিস ইয়াবা ও ৩টি মোবাইল ফোনসহ তিনজন মাদক কারবারি আটক করা হয়েছে। বুধবার দিবাগত রাতে পৌরসভার উত্তর স্টেশন এলাকায় মোজাম্মেল হক ফিলিং স্টেশনের সামনে থেকে তাদের আটক করা হয়।

বৃহস্পতিবার (২১ আগস্ট) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. শরিফ হোসেন।

আটকরা হলেন, কক্সবাজার জেলার টেকনাফ মডেল থানার ৫নং বাহারছড়া ইউনিয়নের নোয়াখালী পাড়া গ্রামের সৈয়দ আহম্মদ ছেলে মোঃ নুরুল আফছার (২২), শাহ আলম ছেলে মো. আব্দুল্লাহ (২৬), মৃত সৈয়দ আহম্মদ ছেলে আব্দু শুকর।

অধিদপ্তরের সহকারী পরিচালক মোহাম্মদ শরীফ উদ্দীন জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালানো হয়। আটকরা প্রথমে ইয়াবা থাকার কথা অস্বীকার করলেও এক্সরে পরীক্ষায় তাদের পেটে ইয়াবার অস্তিত্ব পাওয়া যায়। পরে চিকিৎসকের সহায়তায় ঔষধ প্রয়োগের মাধ্যমে পায়খানার সঙ্গে শরীর থেকে ৫ হাজার ছয়শত পিস ইয়াবা উদ্ধার করা হয়।

গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে লক্ষ্মীপুর সদর মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ (সংশোধন ২০২০) এর সংশ্লিষ্ট ধারায় ০১ (এক) টি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। তিনি আরও জানান, মাকের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত রয়েছে।

সম্পাদকীয় :

Publisher & Editor :Md. Abu Hena Mostafa Zaman

Mobile No: 01971- 007766; 01711-954647

রাজশাহীর সময় অনলাইন নিউজ পোর্টাল আবেদনকৃত চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর, ঢাকা ।

অফিস :

Head office: 152- Aktroy more ( kazla)-6204 Thana : Motihar,Rajshahi

Email : [email protected],                    [email protected]