ইজরায়েলি সেনাশিবিরে হামলা চালাল হামাস!

আপলোড সময় : ২১-০৮-২০২৫ ০৫:৫৭:০২ অপরাহ্ন , আপডেট সময় : ২১-০৮-২০২৫ ০৫:৫৭:০২ অপরাহ্ন
দক্ষিণ গাজার খান ইউনিসে ইজরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ)-এর সেনাশিবিরে হামলা প্যালেস্টাইনের স্বাধীনতাপন্থী সশস্ত্র গোষ্ঠী হামাসের! বুধবার পরিকল্পিত ভাবে এই হামলা চালানো হয়েছে বলে জানিয়েছে ইজরায়েলি সেনা। ওই ঘটনায় ইজরায়েলের তিন সেনাকর্মী আহত হয়েছেন। পাল্টা আক্রমণে প্রাণ গিয়েছে দশ বন্দুকধারীর।

বৃহস্পতিবার ভোররাতে আইডিএফ-এর তরফে জানানো হয়েছে, বুধবার সকাল ৯টা নাগাদ হামাসের সশস্ত্র যোদ্ধারা একটি সুড়ঙ্গ থেকে বেরিয়ে সেনাশিবিরের দিকে এগোতে থাকেন। তাঁদের হাতে মেশিনগান এবং আরপিজি ছিল। তবে হামাসের বড়সড় ওই আক্রমণ প্রতিহত করেছেন কাফির ব্রিগেডের নাহশোন ব্যাটালিয়নের সেনাকর্মীরা। প্রাথমিক ভাবে জানা গিয়েছে, অন্তত ১৮ জন হামাস সদস্য এই হামলা চালিয়েছিলেন। তাঁদের মধ্যে ১০ জনের ঘটনাস্থলেই মৃত্যু হয়েছে। কোনও মতে পালিয়ে গিয়েছেন বাকিরা। সম্ভবত সেনাদের অপহরণের লক্ষ্যেই হামলার ছক কষা হয়েছিল, এমনটাই দাবি ইজরায়েলের।

হামাসের হামলার খবরটি নিশ্চিত করেছেন আইডিএফ-এর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল এফি ডিফ্রিন। হামলার দায় স্বীকার করে নিয়েছে হামাসের সামরিক শাখা আল-কাসেম ব্রিগেড। হামাসের দাবি, গোলাগুলির পাশাপাশি আত্মঘাতী বোমা হামলাও চালানো হয়। এতে কয়েকজন ইজরায়েলি সেনার মৃত্যু হয়েছে বলে দাবি হামাসের। যদিও ইজরায়েলের তরফে এখনও পর্যন্ত কোনও হতাহতের খবর নিশ্চিত করা হয়নি।

অন্য দিকে, আন্তর্জাতিক সমালোচনা উপেক্ষা করে বুধবারই গাজার অধিকৃত ওয়েস্ট ব্যাঙ্ক এলাকায় বসতি স্থাপনের অনুমোদন দিয়েছে ইজরায়েল। অধিকৃত ওয়েস্ট ব্যাঙ্কের কেন্দ্রস্থলে ৩,৪০০টি আবাসন তৈরির প্রকল্পে সরকারি অনুমোদন মেলার পরেই ইজরায়েলের অর্থমন্ত্রী বেজালেল স্মোট্রিচ ঘোষণা করেছেন, শীঘ্রই প্যালেস্টাইন রাষ্ট্রের ধারণা পৃথিবী থেকে মুছে ফেলা হবে। জেরুসালেমের পূর্বে ‘ই-১’ নামে এই বসতি প্রকল্পের কাজ বহু বছর ধরে আটকে ছিল। বুধবার তাতেই সিলমোহর মিলেছে। সঙ্গে প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর দেশ স্পষ্ট জানিয়েছে, গাজা দখলের পরিকল্পনা থেকে তারা সরেনি। ইতিমধ্যে শহরের প্রান্তে প্রান্তে আরও সেনা মোতায়েন করা হয়েছে। বিবৃতি দিয়ে আইডিএফ জানিয়েছে, সেপ্টেম্বরের মধ্যে অতিরিক্ত ৬০,০০০ সেনাকে মোতায়েন করা হবে।

সম্পাদকীয় :

Publisher & Editor :Md. Abu Hena Mostafa Zaman

Mobile No: 01971- 007766; 01711-954647

রাজশাহীর সময় অনলাইন নিউজ পোর্টাল আবেদনকৃত চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর, ঢাকা ।

অফিস :

Head office: 152- Aktroy more ( kazla)-6204 Thana : Motihar,Rajshahi

Email : [email protected],                    [email protected]