আলিয়া NCB-র মুখ হতেই বিদ্রুপের ঝড়

আপলোড সময় : ২০-০৮-২০২৫ ০২:৩৩:২৯ অপরাহ্ন , আপডেট সময় : ২০-০৮-২০২৫ ০২:৩৩:২৯ অপরাহ্ন
সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর পর থেকে বলিউড ও মাদকের সম্পর্ক নিয়ে দেশজুড়ে তৈরি হয়েছিল তীব্র বিতর্ক। দীপিকা পাড়ুকোন-সহ একাধিক তারকাকে জেরা করেছিল এনসিবি। সেই সংস্থার পক্ষেই এবার মাদকবিরোধী প্রচারে শামিল হলেন আলিয়া ভাট।

সম্প্রতি এনসিবির চণ্ডীগড় শাখা তাদের টুইটার হ্যান্ডেলে আলিয়ার একটি ভিডিও শেয়ার করে। সেখানে অভিনেত্রী মাদকের বিরুদ্ধে সরব হয়ে বলেন, “নমস্কার বন্ধুরা, আমি আলিয়া ভাট। মাদকাসক্তি আমাদের জীবন, সমাজ ও জাতির জন্য ভয়ংকর সমস্যা। মাদককে না বলুন, জীবনকে হ্যাঁ বলুন। আসুন, এনসিবির মিশনে অংশ নিন।”

ভিডিওতে দর্শকদের ‘ড্রাগবিরোধী ই-শপথ’ নেওয়ার জন্য কিউআর কোড ব্যবহার করার আবেদনও করেন আলিয়া। কয়েক ঘণ্টার মধ্যেই এটি ১০ লক্ষাধিক মানুষের কাছে পৌঁছে যায়।

তবে এনসিবির এই উদ্যোগ ঘিরেই শুরু হয় তীব্র সমালোচনা। অনেকে মন্তব্য করেন, বলিউডের মাদকযোগ নিয়ে এত বিতর্কের পর শিল্পীদের দিয়ে এমন প্রচার ‘বিদ্রূপাত্মক’। একজন লিখেছেন, “বলিউড এখন ড্রাগস নিয়ে সচেতনতা ছড়াচ্ছে, এটাই সবচেয়ে বড় কৌতুক।” ট্রোলের ঝড় উঠতেই এনসিবি তাদের হ্যান্ডেলের কমেন্ট সেকশন বন্ধ করে দেয়।

এদিকে কেরিয়ারের ব্যস্ততম সময় পার করছেন আলিয়া। সম্প্রতি তিনি ভাসান বালার জিগরা ছবিতে অভিনয় করেছেন। সামনে রয়েছে সঞ্জয় লীলা বানসালির লাভ অ্যান্ড ওয়ার, যেখানে রণবীর কাপুর ও ভিকি কৌশলের সঙ্গে স্ক্রিন শেয়ার করবেন অভিনেত্রী। এছাড়াও যশরাজ ফিল্মসের আলফা-তে প্রথমবার দেখা যাবে মহিলা গুপ্তচরের গল্পে আলিয়াকে।

সম্পাদকীয় :

Publisher & Editor :Md. Abu Hena Mostafa Zaman

Mobile No: 01971- 007766; 01711-954647

রাজশাহীর সময় অনলাইন নিউজ পোর্টাল আবেদনকৃত চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর, ঢাকা ।

অফিস :

Head office: 152- Aktroy more ( kazla)-6204 Thana : Motihar,Rajshahi

Email : [email protected],                    [email protected]