গাজায় ইসরায়েলের হামলায় এ পর্যন্ত প্রায় ১৯ হাজার শিশু নিহত

আপলোড সময় : ২০-০৮-২০২৫ ১২:৫৬:২৮ অপরাহ্ন , আপডেট সময় : ২০-০৮-২০২৫ ১২:৫৬:২৮ অপরাহ্ন
গাজায় প্রায় দুই বছর ধরে চলা ইসরায়েলি আগ্রাসনে ৬২ হাজারের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছে। এর মধ্যে প্রায় ১৯ হাজার শিশু। গাজার সরকারি মিডিয়া অফিসের বরাতে এ তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম আল জাজিরা।

গাজার মিডিয়া অফিসের তথ্য অনুযায়ী, ইসরায়েলের হামলা শুরুর পর থেকে এ পর্যন্ত ১৮ হাজার ৮৮৫ জন শিশু নিহত হয়েছে। এ ছাড়া অনাহারে মৃত্যুর ঝুঁকিতে রয়েছে ১ লাখের বেশি শিশু।

ফিলিস্তিনি শরণার্থীদের সহায়তাকারী জাতিসংঘের সংস্থা ইউএনআরডব্লিউএ এক বিবৃতিতে জানায়, গাজায় শিশুদের জন্য আর কোনো স্থানই নিরাপদ নয়। ইসরায়েলের অবরোধে খাদ্য ও ওষুধের সংকট তীব্র হওয়ায় ভয়াবহ মানবিক সংকট সৃষ্টি হয়েছে।

জাতিসংঘ পরিচালিত স্কুলগুলোতে আশ্রয় নিয়েছেন লাখো বাস্তুচ্যুত ফিলিস্তিনি। তবে ইসরায়েলি হামলায় এসব আশ্রয়কেন্দ্রও ধ্বংসস্তূপে পরিণত হচ্ছে। 

ইউনিসেফ ও ইউএনআরডব্লিউএ জানিয়েছে, গত পাঁচ মাসে ইসরায়েল একতরফাভাবে যুদ্ধবিরতি ভঙ্গ করে হামলা চালাচ্ছে। এর পর থেকে প্রতি মাসে গড়ে ৫৪০ জনের বেশি শিশু নিহত হয়েছে।

এদিকে জাতিসংঘ ও আন্তর্জাতিক মহলের সতর্কতা উপেক্ষা করে ইসরায়েল গাজা সিটিতে আক্রমণ জোরদার করছে। প্রতিদিনই বিমান থেকে ফেলা হচ্ছে বোমা। হতাহতের পাশাপাশি ধ্বংসস্তুপে পরিণত হচ্ছে শহরটি।

২০২৩ সালের ৭ অক্টোবর ইসরায়েলে হামলা চালায় হামাস। ওইদিন ১ হাজারের বেশি মানুষ নিহত হন, জিম্মি করা হয় অনেককে। এর পর থেকে গাজায় হামলা চালাচ্ছে ইসরায়েলি বাহিনী। হামলায় এখন পর্যন্ত ৬২ হাজারের বেশি ফিলিস্তিনি প্রাণ হারিয়েছেন। এ ছাড়া আহত ফিলিস্তিনির সংখ্যা দেড় লাখের বেশি।

সম্পাদকীয় :

Publisher & Editor :Md. Abu Hena Mostafa Zaman

Mobile No: 01971- 007766; 01711-954647

রাজশাহীর সময় অনলাইন নিউজ পোর্টাল আবেদনকৃত চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর, ঢাকা ।

অফিস :

Head office: 152- Aktroy more ( kazla)-6204 Thana : Motihar,Rajshahi

Email : [email protected],                    [email protected]