রংপুরে কাভার্ড ভ্যান ও মোটরসাইকেল সংঘর্ষে নিহত ২

আপলোড সময় : ১৯-০৮-২০২৫ ০৯:১৪:৪৭ অপরাহ্ন , আপডেট সময় : ১৯-০৮-২০২৫ ০৯:১৪:৪৭ অপরাহ্ন
রংপুর মহানগরীর তাজহাট এলাকায় কাভার্ড ভ্যান ও মোটরসাইকেলের সঙ্গে সংঘর্ষে দুইজনের মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (১৯ আগস্ট) বিকেলে তাজহাট থানার সামনে এই সংঘর্ষ ঘটে। এ ঘটনায় কাভার্ড ভ্যানচালক সাদ্দাম হোসেনকে আটক করেছে পুলিশ। তিনি পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলার ওলিয়ার রহমানের পুত্র।

নিহতরা হলেন আসাদুল ইসলাম (৩৯)। তিনি বালাপাড়া এলাকার বীর মুক্তিযোদ্ধা ও মহানগর মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের কমান্ডার আনছার আলীর পুত্র। অন্যজন হলেন তাসনিম আক্তার পান্না। তিনি নগরীর বিনোদপুর এলাকার তরিকুল ইসলাম পাপ্পুর স্ত্রী। তারা সম্পর্কে শ্যালিকা ও দুলাভাই।

তাজহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহজাহান আলী জানান, বিকেলে দুলাভাই আসাদুল ইসলাম শ্যালিকা পান্নাকে মোটরসাইকেলে করে রোড ডিভাইডার পার হয়ে বিনোদপুরের বাসায় দিয়ে আসছিলেন। এ সময় বাস টার্মিনাল থেকে দ্রুতগতিতে ছুটে আসা কাভার্ড ভ্যান -এর সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই মারা যান তারা। এ ঘটনায় ওই এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

সম্পাদকীয় :

Publisher & Editor :Md. Abu Hena Mostafa Zaman

Mobile No: 01971- 007766; 01711-954647

রাজশাহীর সময় অনলাইন নিউজ পোর্টাল আবেদনকৃত চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর, ঢাকা ।

অফিস :

Head office: 152- Aktroy more ( kazla)-6204 Thana : Motihar,Rajshahi

Email : [email protected],                    [email protected]