রাজশাহীতে স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠা বার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালি ও পথসভা

আপলোড সময় : ১৯-০৮-২০২৫ ০৯:০২:০৯ অপরাহ্ন , আপডেট সময় : ১৯-০৮-২০২৫ ০৯:০২:০৯ অপরাহ্ন
রাজশাহীতে বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপন করা হয়েছে।

এ উপলক্ষে মঙ্গলবার (১৯ আগস্ট) বিকেলে এক বর্ণাঢ্য র‍্যালির আয়োজন করা হয়। র‍্যালিটি নগরীর সাগরপাড়া বটতলা চত্বর থেকে শুরু হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা বিএনপির দলীয় কার্যালয়ে গিয়ে শেষ হয়। পরে দলীয় কার্যালয়ের সামনে সংক্ষিপ্ত পথসভার আয়োজন করা হয়।

পথসভায় সভাপতিত্ব করেন রাজশাহী জেলা স্বেচ্ছাসেবক দলের সম্মানিত আহ্বায়ক মাসুদুর রহমান লিটন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী জেলা বিএনপির আহ্বায়ক আবু সাইদ চাঁদ, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদস্য সচিব বিশ্বনাথ সরকার, রাজশাহী-৫ (পুঠিয়া-দুর্গাপুর) আসনের ধানের শীষের মনোনয়ন প্রত্যাশী আলহাজ্ব মো: আব্দুস সাত্তার, জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব  শাহরিয়ার আমিন বিপুল, সিনিয়র যুগ্ম আহবায়ক মোঃ আরিফিন কনক-সহ জেলা ও উপজেলা স্বেচ্ছাসেবক দলের বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

এসময় আলহাজ্ব মোহাম্মদ আব্দুস সাত্তার বলেন, বিএনপির প্রতিষ্ঠাতা ও শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ১৯৮০ সালের এই দিনে দলের অন্যতম এ অঙ্গসংগঠন টি প্রতিষ্ঠা করেন। হাসিনা পতনের আন্দোলনে স্বেচ্ছাসেবক দলের ব্যাপক ভূমিকা ছিলো। তাদের নেতৃত্ব ও আত্মত্যাগে নতুন স্বাধীন বাংলাদেশ পেয়েছি। তিনি বলেন, এই সংগঠনটি দুর্যোগ মোকাবেলা ছাড়াও রাজপথে লড়াই করে স্বৈরাচার হাসিনার পতনে অসামান্য অবদান রাখতে সক্ষম হয়েছে। আমাদের আগামী নির্বাচনে ঐক্যবদ্ধ হয়ে কাজ করে বিএনপিকে রাষ্ট্র ক্ষমতায় আনতে হবে।

সম্পাদকীয় :

Publisher & Editor :Md. Abu Hena Mostafa Zaman

Mobile No: 01971- 007766; 01711-954647

রাজশাহীর সময় অনলাইন নিউজ পোর্টাল আবেদনকৃত চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর, ঢাকা ।

অফিস :

Head office: 152- Aktroy more ( kazla)-6204 Thana : Motihar,Rajshahi

Email : [email protected],                    [email protected]