পাবনার ভাঙ্গুড়ায় সড়কের পাশে দুই নারীর মরদেহ উদ্ধার

আপলোড সময় : ১৮-০৮-২০২৫ ১০:০৪:৪৬ অপরাহ্ন , আপডেট সময় : ১৮-০৮-২০২৫ ১০:০৪:৪৬ অপরাহ্ন
 

পাবনার ভাঙ্গুড়ায় সোমবার (১৮ আগস্ট) সকালে পৌরসভার সাহেবপাড়া এলাকার সড়কের পাশ থেকে অজ্ঞাতপরিচয় দুই নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ, যারা সম্ভবত লরির ধাক্কায় নিহত হয়েছেন বলে ধারণা করা হচ্ছে।

পুলিশ জানায়, নিহতদের মধ্যে একজনের বয়স আনুমানিক ৬৫ বছর, তিনি শাড়ি পরিহিত ছিলেন, এবং অপরজনের বয়স আনুমানিক ৫০ বছর, তিনি মেক্সি পরিহিত ছিলেন। স্থানীয়রা সকালে মরদেহ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়। মরদেহের পাশ থেকে খুচরা টাকা, চাল ও কিছু জিনিসপত্র উদ্ধার হওয়ায় পুলিশ ধারণা করছে, তারা ভিক্ষুক ছিলেন। মরদেহ থানায় নেওয়া হয়েছে এবং পরিচয় শনাক্তে পিবিআইয়ের সহযোগিতা চাওয়া হয়েছে। ভাঙ্গুড়া থানার ওসি মো. শফিকুল ইসলাম জানান, ভোরে লরির চাকার আঘাতে দুজনের মাথা ফেটে মগজ বেরিয়ে যায়, যা মর্মান্তিক মৃত্যুর কারণ।

স্থানীয়রা জানান, বড়ালব্রিজ-নওগাঁ সড়কের কলেজপাড়া থেকে মাষ্টারপাড়া পর্যন্ত রাস্তা ভেঙে চলাচলের অযোগ্য হওয়ায় ভারী যানবাহন সম্প্রতি পৌরসভার চকপাড়া মহল্লার সরু রাস্তা ব্যবহার করছে। এই রাস্তায় লরির ধাক্কায় মৃত্যুর ঘটনা ঘটেছে বলে ধারণা করা হচ্ছে। পুলিশ তদন্ত করছে, নিহতরা ভোরে ওই পথে কেন ছিলেন বা সেখানে বসে/শুয়ে ছিলেন কি না।

সম্পাদকীয় :

Publisher & Editor :Md. Abu Hena Mostafa Zaman

Mobile No: 01971- 007766; 01711-954647

রাজশাহীর সময় অনলাইন নিউজ পোর্টাল আবেদনকৃত চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর, ঢাকা ।

অফিস :

Head office: 152- Aktroy more ( kazla)-6204 Thana : Motihar,Rajshahi

Email : [email protected],                    [email protected]